Salman Khan Iulia Vantur: ভাইজানের প্রেমে আবার ভগ্নদশা! ইউলিয়ার সঙ্গে বিয়ে হওয়ার জল্পনায় ছেদ

একের পর এক হৃদয় ভাঙার তালিকায় প্রায় প্রত্যেক বছরই শিরোনামে উঠে আসে সলমন খানের নাম। সম্প্রতি তাঁর সঙ্গে যে সুন্দরীকে নিয়ে চর্চা শুরু হয়েছিল, তাঁর সঙ্গেও সম্পর্কে ছেদ পড়ার প্রমাণ মিলে গেল হাতেনাতে।

বলিউড ইন্ডাস্ট্রিতে সলমন খানের (Salman Khan) প্রেমজীবন, এক অদ্ভুত রহস্যময় অধ্যায়। কখনও বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই, কখনও আবার স্বপ্নকন্যা ক্যাটরিনা – দেশ থেকে বিদেশ, সর্বত্র সেলিম খানের এই পুত্রের প্রাক্তন প্রেমিকারা ছড়িয়ে আছেন ইতিউতি। ভারতের সবচেয়ে যোগ্য ব্যাচেলর হিসেবে সলমনের নাম বললেও, তিনি কবে বিয়ে করবেন, সেই বিষয়টি নিয়ে মুখ খুলতে চান না স্বয়ং তিনি নিজেও। কারণ, একের পর এক হৃদয় ভাঙার তালিকায় প্রায় প্রত্যেক বছরই শিরোনামে উঠে আসে তাঁর নাম। সম্প্রতি তাঁর সঙ্গে যে সুন্দরীকে নিয়ে চর্চা শুরু হয়েছিল, তাঁর সঙ্গেও সম্পর্কে ছেদ পড়ার প্রমাণ মিলে গেল হাতেনাতে। 

-

২০১৬ সাল থেকে রোমানিয়ান সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রী ইউলিয়া ভান্তুরের (Iulia Vantur) সঙ্গে প্রেম শুরু করেছিলেন সলমন। প্রায় ৮ বছরের ধরে তাঁদের সম্পর্ক বিদ্যমান ছিল বলে শোনা যায়। সুন্দরী বিদেশিনি নাকি অনেক সময় অভিনেতার নিজের বাড়িতেই থাকতেন। ইউলিয়ার সঙ্গে তাঁর বিয়ে নিয়েও জল্পনা গড়িয়েছিল বহুদূর। কিন্তু না, সেই জল্পনায় ছেদ পড়েছে এই সাম্প্রতিক ভিডিও ভাইরাল হওয়ার পর। 


সম্প্রতি সপরিবারে সেলিব্রিটি ক্রিকেট লিগ উপলক্ষে দুবাই গিয়েছেন সলমন। সঙ্গে রয়েছেন ইউলিয়াও। তবে ‘ভাইজান’-এর হাবভাব দেখে অনেকের ধারণা, ইউলিয়ার সঙ্গেও সম্পর্কে ইতি টেনেছেন তিনি।

-

ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে, সেলিব্রিটি ক্রিকেট লিগের গ্যালারিতে সামনে দাঁড়িয়ে রয়েছেন ইউলিয়া। তাঁর থেকে কিছুটা তফাতে পিছন দিকে দাঁড়িয়ে রয়েছেন সলমন। ইউলিয়া বারবার সলমনের দিকে পিছন ফিরে তাকাচ্ছেন, তাঁর হাবভাব দেখেও মনে হচ্ছে যে, তিনি সলমনকে নিজের পাশেই রাখতে চাইছেন। কিন্তু, পেছনে দাঁড়িয়ে সলমনকে একেবারে উদাসীন থাকতে দেখা গেল। পকেটে হাত দিয়ে ইউলিয়ার দিকে একবারও না তাকিয়ে চোখ ঘুরিয়ে নিলেন তিনি। 

-

এই ভিডিও ভাইরাল হতেই ভক্তমহলে জল্পনা শুরু হয়েছে যে, হয়তো এই সঙ্গিনীর থেকেও দূরত্বে যেতে শুরু করেছেন ‘ভাইজান’। 
 

 

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari