ফের প্রাণনাশের হুমকি সলমন খানকে, ফোনের সূত্র ধরে ২০ বছরের যুবক গ্রেফতার

Published : Oct 29, 2024, 12:13 PM IST
Salman Khan Lawrence Bishnoi

সংক্ষিপ্ত

লরেন্স বিষ্ণোই গ্যাং এনসিপি নেতা এবং সলমান খানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীকে হত্যা করার পর, অভিনেতা আবারও মৃত্যুর হুমকি পেয়েছেন। পুলিশ সলমানকে হুমকি দেওয়ার জন্য ২০ বছর বয়সী নয়ডার এক যুবককে আটক করেছে।

বলিউড অভিনেতা সলমান খান ও জিশান সিদ্দিকীকে হুমকি দেওয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম গুফরান খান, তার বয়স ২০ বছর বলে জানা গেছে। গত শুক্রবার জিশান সিদ্দিকীর অফিসে হুমকি দিয়ে ফোন করে ধৃতরা। এরপরই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বই পুলিশ।

পুলিশ জানায়, রবিবার সকালে অভিযুক্ত গুফরান খানকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে অপরাধ শাখার দল। শুক্রবার, অভিযুক্তরা বান্দ্রা পূর্বে জিশান সিদ্দিকীর জনসংযোগ অফিসে ফোন করে টাকা দাবি করেছিল। একইসঙ্গে টাকা না দিলে জিশান ও সলমান খানকে মেরে ফেলার হুমকিও দেন তিনি।

নয়ডার ৩৯ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে

মুম্বাই পুলিশ খবর পেয়েছিল অভিযুক্ত গুফরান খান নয়ডায় লুকিয়ে আছে। এর পরে, মুম্বাই পুলিশের একটি দল গুফরান ওরফে তৈয়বকে ধরতে নয়ডার সেক্টর ৩৯ এলাকায় আসে। গুফরান বরেলির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গুফরান হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে হুমকি দিয়েছেন।

অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল মুম্বাই পুলিশ

জিশান সিদ্দিকীর অফিসের কর্মচারী মুম্বাইয়ের নির্মল নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এরপরই অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে কোনও চক্রের সঙ্গে অভিযুক্তদের কোনও যোগসূত্র জানা যায়নি। যদিও এর আগে আশঙ্কা করা হয়েছিল যে এই কাজটি লরেন্স বিষ্ণোইয়ের দোসররা করতে পারে।

এক অফিসার জানিয়েছেন, অভিযুক্ত গুফরান খানকে সঙ্গে নিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ। এখন আরও তদন্ত করবে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তবে তার পূর্বে কোনো অপরাধমূলক ইতিহাস আছে কিনা তা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ। বরেলিতে অভিযুক্তের পরিবারের সদস্যদের খোঁজ করছে পুলিশ।

বাবাকে খুনের পর হুমকি জিশানকে

গত ১২ অক্টোবর দশেরার রাতে জিশান সিদ্দিকীর বাবা বাবা সিদ্দিকীকে খুন করে দুর্বৃত্তরা। জিশান সিদ্দিকীর অফিসের সামনে অপরাধীরা এ ঘটনা ঘটায়। কয়েকদিন পর জিশান সিদ্দিকীকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত