‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির আয় দেখে আপ্লুত সলমন, দেখে নিন কী বললেন ভাইজান
রবিবার ঝুলিতে এল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা। ছবির আয় দেখে সকলকে ধন্যবাদ জানালেন ভাইজান। টুইটে লিখলেন, ধন্যবাদ। দর্শকদের ভালোবাসা পেয়ে আপ্লুত ভাইজান।
Sayanita Chakraborty | Published : Apr 24, 2023 11:01 AM / Updated: Apr 24 2023, 11:04 AM IST
ইদে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কা জান’। ছবি ঘিরে বহুদিন ধরে দর্শদের আগ্রহ ছিল তুঙ্গে। আর হবে নাই বা কেন, ভাইজানের ছবি বলে কথা। ছবির কথা ঘোষণা করার পর থেকে ছবি নিয়ে দর্শক মনে তৈরি হয়েছিল আগ্রহ। এবার বহু প্রতীক্ষার পর ২১ এপ্রিল মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কা জান’।
ছবি মুক্তির পর থেকে ছবির আয় নজর কেড়েছে সমালোচকদের। শুক্রবার মুক্তির দিন বক্স অফিসে ভালোই আয় করেছিল ছবিটি। ফলে অনেকেই আশা করেছিলেন শনি ও রবি ছবির আয় ভালোই হবে। তবে, হলও তেমনটা। রবিবার ঝুলিতে এল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা। যা দেখে আপ্লুত ভাইজান।
ছবির আয় দেখে সকলকে ধন্যবাদ জানালেন সলমন। ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবির আয় নিয়ে টুইট করেন ভাইজান। টুইটে সলমন লিখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। আমার খুব ভালো লাগছে।
প্রথম দিনে ছবির আয় ছিল ১৫ কোটি ৮১ লক্ষ টাকা। তারপর এক ধাক্কায় আয় বেড়ে যায় ৬৩ শতাংশ। দ্বিতীয় দিনে আয় হয়েছিল ২৫ কোটি ৭৫ লক্ষ টাকা। আর তৃতীয় দিন অর্থাৎ রবিবার আয় ছিল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা। অর্ছাৎ রবিবার ঝুলিতে এল ৬৬ কোটি ৫০ লক্ষ টাকা।।
এদিকে ছবি মুক্তির পর ছবির প্রথম দিনের আয় নজর কেড়েছিব সকলের। এবার দ্বিতীয় দিনে আয় গড়েছিল রেকর্ড। তখন সমালোচকরা আশা করেছিলেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ তৃতীয় দিনেও যে রেকর্ড করবে ছবিটি। অনেকে অনেকেই বলেছিলেন, রবিবার ১০০ কোটির ঘরে প্রবেশ করবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি। তা না হলেও ছবির আয় বেশ নজর কাড়ল।
২১ এপ্রিল মুক্তি পেল সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা দিলেন ভাইজান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা।
এই ছবিতে অভিনয় করেছেন একাধিক দক্ষিণী স্টার। আছেন ভেঙ্কটেশ দগ্গুবতী। ছবিতে অন্যান্য রয়েছে, পূজা হেগড়ে, শেহনাজ গিল, পালক তিওয়ারি, রাঘম জুয়াল, জ্যাসি গিল, আবদু রোজিকের মতো একাধিক স্টার।
‘কিসি কা ভাই কিসি কি জান’ সারা দেশে ৪৫০০ স্ক্রিনে মুক্তি পাওয়ার পর সকালের পো-তে ১০.৩৯ শতাংশ এবং বিকেলের শো-তে ১৩.৪৪ শতাংশ দখল নিবন্ধন করেছে বলে জানা গিয়েছে। এই ছবিটি বিদেশেও ক্রিনিং হয়েছে।
তবে, ছবিতে সলমন খানের অভিনয় যতটাই প্রশংসিত হয় ততটাই বাকি তারদের অভিনয় সে অর্থে নজর কাড়েনি। অনেকেই বলেছেন, সলমন ও পূজার কেমিস্ট্রি ফিকে ছিল। তেমনই বাকি তারকারাও তেমন জমাতে পারেনি। অনেকেই বলেন, শুধু সলমনের ওপর ভরসা করে এগিয়েছে ছবির গল্প।
অন্য দিকে, এবছর মুক্তি পাবে টাইগার ৩। টাইগার সিরিজের যে কয়টি ছবি মুক্তি পেয়েছে সব কয়টি পেয়েছে সাফল্য। এবার আসছে টাইগার ৩। এই ছবিতে সলমন খান তো বটেই। থাকছেন ক্যাটরিনা, ইমরান হাসমি। সব মিলিয়ে এই ছবিটি ঘিরেও দর্শকদের আশা রয়েছে তুঙ্গে।