প্রকাশ্যে এল ‘ড্রিম গার্ল ২’-র টিজার, লাল শাড়িতে আয়ুষ্মানকে দেখে ভিরমি খেলেন দর্শকেরা

Published : Apr 21, 2023, 03:31 PM IST

ভিডিওতে দেখা যাচ্ছে, ফোনে কথা বলতে বলতে হাঁটছেন সুন্দরী। কয়েক সেকেন্ডের ভিডিওতে তার ঠোঁট ও চোখ দেখা গেলেও পুরো তার মুখ দেখা যায়নি। তবে, এতেই বোঝা যাচ্ছে তিনি আর কেউ নন আয়ুষ্মান খুরানা।

PREV
110

প্রকাশ্যে এল ড্রিম গার্ল ২-র টিজার। কয়েক সেকেন্ডের এই টিজার চমক দিয়েছে সকলকে। আয়ুষ্মানের নতুন লুক দেখে হতবাক সকল। আকর্ষণীয় চেহারা, পরনে লাল শাড়ি, ফুল স্লিভ ব্লাউজ। সঙ্গে গলায় লাল রঙের পুঁতির হার, এক হাতে লাল পাথরের আংটি, অপর হাতে হিরের আংটি। কোমড় পর্যন্ত চুল। ঠোঁটা লাল লিপস্টিক।

210

ভিডিওতে দেখা যাচ্ছে, ফোনে কথা বলতে বলতে হাঁটছেন সুন্দরী। কয়েক সেকেন্ডের ভিডিওতে তার ঠোঁট ও চোখ দেখা গেলেও পুরো তার মুখ দেখা যায়নি। তবে, এতেই বোঝা যাচ্ছে তিনি আর কেউ নন আয়ুষ্মান খুরানা।

310

প্রকাশ্যে এল ড্রিম গার্ল ২-র টিজার। টিজারে দেখা যাচ্ছে আয়ুষ্মান ফোনে কথা বলছে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি, যিনি নিজেকে ভাইজান বলে পরিচিতি দিচ্ছেন, তার সঙ্গে মজার কথা বলছেন। বোঝাই যাচ্ছে, ফোনের অপরপারে আছেন সলমন খান।

410

তিনি বলছেন, ভাই মে দুসরো কে লিয়ে হু, তুমহারে লিয়ে সিরফ জান হু। তখনই পূজাকে প্রশ্ন করেন, মুখ কবে দেখাবে? তখন সে ভিডিও কল করতে রাজি হয়। কিন্তু, হুট করে কারেন্ট চলে গেল। তখনই পুজা বলে উঠল, এবার ইদের চাঁদ দেখে নাও। আমার মুখ ৭ জুলাই দেখো।

510

৭ জুলাই মুক্তি পাবে ছবিটি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আয়ুষ্মান নিজেই প্রকাশ করলেন তার ড্রিম গার্ল ২ ছবির মুক্তি দিন। আজ ড্রিম গার্ল ২-র টিজার পোস্ট করে আয়ুষ্মান লেখেন, ‘আপনি জান কে সাথ ইদি দেনে আই হ্যায়। তাঁকে আপ্যায়ন করবেন না? ৭ জুলাই আসছে ড্রিম গার্ল। ’

610

ড্রিম গার্ল ছবির সাফল্যের কথা প্রায় সকলেরই মনে আছে। সেই ছবিতে আয়ুষ্মান খুরানার সেই সেক্সি ভয়েস আজও কেউ ভুলতে পারেননি। ছবির প্লট থেকে উপস্থাপনা সঙ্গে আয়ুষ্মারে অভিনয় গড়েছিল রেকর্ড। সেই ছবির সাফল্যের পর সিক্যোয়েলের কথা ভেবেছিলেন ছবির টিম। এবা বাস্তবায়িত হতে চলেছে সেই স্বপ্ন।

710

আসবে ড্রিম গার্ল ২। আর বেশি দেরী নেই। মাত্র কয়েকদিন পরই আসছেন ড্রিম গার্ল ওরফে আয়ুষ্মান। সকলের ঘুম কাড়তে তিনি প্রস্তুত। আর এবার বড় পাওনা হল তার নতুন লুক। সম্ভব মেয়ের সাজে দেখা যাবে আয়ুষ্মানকে। সব মিলিয়ে ক্রমে ছবি ঘিরে আশা বাড়ছে সকলের।

810

ড্রিম গার্ল ২ ছবি আগের ছবির মতো সাফল্য পায় কিনা তাই এখন দেখার। মেয়ের সাজে আয়ুষ্মানকে কেমন দেখায় তাই দেখতে চান সকলে। তাই এখন শুধু অপেক্ষা ৭ জুলাই-র।

910

এদিকে ২১ এপ্রিল মুক্তি পেল সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ঈদে ধামাকা নিয়ে এল ভাইজান। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভীরাম-র কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে। পরিচালনার দায়িত্বে ফারহাদ শামদি। চিত্রনাট্য লিখেছেন সাজিন নাদিয়াদওয়ালা।

1010

অন্য দিকে, এবছর মুক্তি পাবে টাইগার ৩। টাইগার সিরিজের যে কয়টি ছবি মুক্তি পেয়েছে সব কয়টি পেয়েছে সাফল্য। এবার আসছে টাইগার ৩। এই ছবিতে সলমন খান তো বটেই। থাকছেন ক্যাটরিনা, ইমরান হাসমি। সব মিলিয়ে এই ছবিটি ঘিরেও দর্শকদের আশা রয়েছে তুঙ্গে।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories