সোনাক্ষী সিনহা
চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন সোনাক্ষী। বিভিন্ন চরিত্রে আমরা দেখেছি তাঁকে। তা সে অ্যাকশন হোক কিংবা রোম্যান্টিক কোনও চরিত্র। তবে, চরিত্র যাই হোক ছবির পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য এমনকী চুম্বনের দৃশ্যে অভিনয় করতে নারাজ সোনাক্ষী। তিনি সব সময় মেনে চলেন No Kissing Policy।