Bhumi Pednekar: ৩৪-এ পা দিলেন নায়িকা, জন্মদিনে দেখে নিন ভূমির অভিনীত সেরা ছবি কোনগুলো

৩৪-এ পা দিলেন ভূমি। ২০১৫ সাল থেকে বলিউডে কাজ করে চলেছেন নায়িকা। দেখে নিন কোন কোন ছবিতে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

Sayanita Chakraborty | Published : Jul 18, 2023 3:19 PM
110

দম লাগাকে হাইসা

২০১৫ সালে বলিউডে পা রাখেন ভূমি। প্রথম ছবি দম লাগাকে হাইসা। ছবির জন্য কয়েক কেজি ওজন বাড়াতে হয়েছিল নায়িকাকে। প্রথম ছবিই সুপার ডুপার হিট। আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়িকা।

210

টয়লেট এক প্রেম কথা

২০১৭ সালে মুক্তি পায় টয়লেট এক প্রেম কথা। অক্ষয় কুমারের বিপরীতে কাজ করেন ভূমি। সমাজের এক কঠিন সমস্যা নিয়ে তৈরি এই ছবি। সব জায়গায় শৌচালয় থাকাটা যে কতটা দরকার তার বার্তা দেওয়া হয়েছিল এই ছবি দিয়ে।

310

শুভ মঙ্গল সাবধান

২০১৭ সালেই মুক্তি পায় শুভ মঙ্গল সাবধান। কমেডি এই ছবিতে ফের জুটি বাঁধেন আয়ুষ্মান খুরানার সঙ্গে। আর এস প্রসন্ন পরিচালনা করেছিলেন ছবিটি।

410

সান্ড কি আঁখ

২০১৯ সালে মুক্তি পায় সান্ড কি আঁখ। বায়োগ্রাফিক্যাল ড্রামা এই ছবি প্রযোজনা করেন অনুরাগ কাশ্যপ। ছবিতে তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করেন ভূমি। এই ছবিতে একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

510

বালা

২০১৯ সালে মুক্তি পায় বালা। আয়ুষ্মান খুরানা, ভূমি এবং ইয়ামি গৌতমি অভিনয় করেছিলেন এই ছবিতে। কমেডি এই ছবিতে লতিকার চরিত্রে দেখা যায়। যার গায়ের রং ছিল খুবই চাপা। এই কালো রঙের জন্য বারে বারে বিয়ে ভাঙছিল তাঁর। ছবিতে আয়ুষ্মানকে প্রথমে তাঁর শক্র দেখালেও পরে তাদের প্রেম হয়।

610

সোনচিরিয়া

২০১৯ সালে মুক্তি পায় সোনচিরিয়া। অ্যাকশন এই ছবিতে একেবারে ভিন্ন ধারার চরিত্রে দেখা গিয়েছিল নায়িকাকে। সুশান্ত সিং রাজপুত, ভূমি, মনোজ বাজপেয়ী, রণবীর শোরে, আশুতোষ রানা অভিনয় করেন এই ছবিতে।

710

দূর্গামতি

২০২০ সালে মুক্তি পায় দূর্গামতি। আইএএস চঞ্চল সিং চৌহানের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে ভূমির অভিনয় সর্বত্র প্রশংসিত হয়। হরর থ্রিলার ছবি এটি। চেনা ছকের বাইরে গিয়ে অভিনয় করেন ভূমি।

810

রাখী বন্ধন

ফের অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধেন রাখী বন্ধন ছবিতে। ২০২২ সালে মুক্তি পায় রক্ষা বন্ধন। চার বোন ও এক দাদার কাহিনি। বোনের প্রতি দায়িত্ব বলতে শুধু যে তার বিয়ে দেওয়া নয়, এই বার্তা দেওয়া হয়েছে ছবিতে। ছবিতে উঠে এসেছে এক বাস্তব কাহিনি। অক্ষয়ের হবু স্ত্রীর চরিত্রে দেখা যায় ভূমিকে।

910

বধাই দো

২০২২ সালে মুক্তি পায় বধাই দো। একজন সমকামী মেয়ের চরিত্রে দেখা যায় তাঁকে। যে স্কুলের পিটি শিক্ষক ছিল। ছবিতে রাজকুমার রাও-র সঙ্গে জুটি বাঁধেন ভূমি। বধাই হো ছবির সিক্যুয়েল ছিল এই ছবিটি।

1010

কমেডি মুভি

পতি পত্নী অউর উও, গোবিন্দা নাম মেরা -র মতো ছবিতে দেখা গিয়েছে ভূমিকে। অ্যাকশন থেকে কমেডি কিংবা সিরিয়াস চরিত্র- সর্বত্র নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। অভিনীত চরিত্রের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন নায়িকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos