৩০ জনের উপস্থিতিতে ছিমছাম বিয়ে, সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সামান্থা ও রাজ

Published : Dec 01, 2025, 01:16 PM ISTUpdated : Dec 01, 2025, 03:21 PM IST
Samantha

সংক্ষিপ্ত

জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমরু। কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে মাত্র ৩০ জন অতিথির উপস্থিতিতে হিন্দু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। বিচ্ছেদের চার বছর পর নতুন জীবন শুরু করলেন এই জনপ্রিয় নায়িকা।

অবশেষে সকল জল্পনার অবসান। বিয়ে সারলেন সামান্থা রুথ প্রভু। পাত্র পরিচালক রাজ নিদিমরু। শোনা যাচ্ছে, সোমবার ১ ডিসেম্বর সকালেই কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সামান্থা ও রাজ।

বিচ্ছেদের চার বছর পর সাত পাকে বাঁধা পড়লেন সামান্থা। দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা কাটিতে এবার নতুন জীবনে পা রাখলেন নায়িকা। শোনা যাচ্ছে, হিন্দু রীতি মেনেই হচ্ছে বিয়ে। ছিমছাম ভাবে বিয়ে করেন তিনি। ছিল না কোনও আড়ম্বর। মাত্র ৩০ জনের উপস্থিতিতে বিয়ে করেন সামান্থা ও রাজ।

এদিকে গত ডিসেম্বর মাসে সামান্থার প্রাক্তন স্বামী নাগ চৈতন্য ও শোভিতা ধূলিপালা বিয়ে করেছিলেন। তারপর থেকেই সামান্থার সম্পর্কের গুঞ্জন সর্বত্র। রাজের সঙ্গে বিভিন্ন স্থানে দেখা গিয়েছিল নায়িকাকে। তখনও তিরুপতি মন্দির আবার কখনও বিমানে একসঙ্গে দেখা মিলেছে। আবার কখনও রাজের সঙ্গে ছবিও শেয়ার করেন। দীর্ঘদিন ধরে পরিচালক রাজ নিদিমরুের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চলছিল। এবার সকল বিতর্কের অবসান করে বিয়ে করলেন নায়িকা। কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সমান্থা ও রাজ।

 

 

 

সামান্থা নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে, লিঙ্গ ভৈরবীর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাজকে সামান্থার আঙুলে আংটি পরাতে দেখা যায়। অন্য একটি ছবিতে সামান্থা রাজকে জড়িয়ে ধরে গর্বের সঙ্গে তাঁর এনগেজমেন্টের আংটি দেখাচ্ছেন। বাকি ছবিগুলিতে দম্পতিকে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করতে, আরতি নিতে এবং দেবতার সামনে নতজানু হতে দেখা যায়। শেষ ফ্রেমে নবদম্পতিকে ফুলের সাজে সজ্জিত একটি দরজার মধ্যে দিয়ে হাঁটার সময় আনন্দের সঙ্গে হাসতে দেখা যাচ্ছে।

তাঁদের বিশেষ দিনের জন্য, রাজ একটি সাদা কুর্তার সঙ্গে বেইজ রঙের নেহরু জ্যাকেট বেছে নিয়েছিলেন, অন্যদিকে সামান্থাকে লাল এবং সোনালি শাড়িতে অসাধারণ লাগছিল। তাঁর চুল ফুল দিয়ে সাজানো ছিল। সামান্থা ছবিগুলো শেয়ার করার পরেই, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানান। অভিনেতা অনুপমা পরমেশ্বরন, নিমরত কৌর-সহ সকলে অভিনন্দন জানান।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Articles on
click me!

Recommended Stories

'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি