অবিশ্বাস্য, দেখতে পুরো ৩১ বছর আগের প্রয়াত অভিনেত্রী বিদ্যা ভারতীর মতো, কে এই মেয়েটি

Published : Oct 26, 2024, 09:26 AM IST
divya bharati

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় বিদ্যা ভারতীর মতো দেখতে এক মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই তাঁকে বিদ্যা ভারতীর পুনর্জন্ম বলে মনে করছেন। মেয়েটির নাম নিশা এবং তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নিশা অফিসিয়াল।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিও-তে এক সুন্দরীকে রিল বানাতে দেখা গিয়েছে। নিশ্চয়ই ভাবছেন এ আর এমন কি। আজ কাল তো রিল বানানোর চল সর্বত্র। এই রিল বানিয়ে পপুলারও হয়েছেন অনেকে। এবার ঘটল খানিকটা ভিন্ন ঘটনা।

বলিউডের এক সময় সেরা অভিনেত্রীর স্থানে ছিলেন বিদ্যা ভারতী। তিনি ৯০-দশকে তাঁর অভিনয় দক্ষতা ও সৌন্দর্যতা নিয়ে সকলকে মুগ্ধ করেন। মাত্র ১৯ বছর বয়সে ২১টি হিট উপহার দিয়েছেন দর্শকদের। কেরিয়ারের এই ভালো সময় ১৯৯৩ সালে মৃত্যু হয় তাঁর। রহস্যজনক ভাবে মারা যান বিদ্যা ভারতী। দিব্যার মৃত্যুকে আত্মহত্যা বললেও, তা নিয়ে যথেষ্ট রহস্য আছে আজও।

সদ্য সোশ্যাল মিডিয়ায় দেখা মিলল অবিকল বিদ্যা ভারতীর মতো দেখতে একটি মেয়ের। তাঁর নাম নিশা। তিনি নিশা অফিসিয়াল নামে একট ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও শেয়ার করেন। নিশার ছবি বা ভিডিও যাই দেখুন না কেন, সবই মনে করিয়ে দেয় দিব্যা ভারতীর কথা। সেই এক মুখের আদল, সেই আবেগময় ভঙ্গি, সেই কোকড়ানো চুল দেখে সকলেই বিভ্রান্ত হয়ে পড়েছেন।

 

 

কেউ লিখেছেন, দেখে মনে হচ্ছে দিব্যার পুনর্জন্ম হয়েছে। আবার কেউ বলেছেন, একি দিব্যা ভাকতীর যমজ নয় তো। এমনই নানান কমেন্ট দেখা গিয়ে তার ভিডিও ভাইরাল হতে। 

মুহূর্তে ভাইরাল হয়েছে তাঁর পোস্ট করা রিল ও ছবি। সকলেরই দিব্যা ভারতীর মতো অবিকল এক দেখতে এই মেয়েটিকে দেখে অবাক। কেউ তাঁকে বর্তমান যুগের দিব্যা ভারতীও বলেছেন। 

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?