এক সঙ্গে বক্স অফিসে সঞ্জয় দত্ত ও অজয় দেবগন, আসছে জোর ধামাকা, দেখে নিন কে কাকে দেবে টেক্কা

Published : Apr 15, 2025, 02:36 PM ISTUpdated : Apr 15, 2025, 02:53 PM IST
এক সঙ্গে বক্স অফিসে সঞ্জয় দত্ত ও অজয় দেবগন, আসছে জোর ধামাকা, দেখে নিন কে কাকে দেবে টেক্কা

সংক্ষিপ্ত

ভূতনি ভার্সেস রেড ২: সঞ্জয় দত্তের 'দ্যা ভূতনি' ১৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু 'কেসরি ২'-এর সঙ্গে টক্কর এড়াতে মুক্তির তারিখ পিছানো হয়েছে। এখন সঞ্জয়ের সিনেমা অজয় দেবগণের 'রেড ২'-এর সঙ্গে টক্কর দেবে। 

সঞ্জয় দত্ত বনাম অজয় দেবগণ: আসন্ন সময়ে বলিউডের বেশ কিছু ধামাকা সিনেমা মুক্তি পেতে চলেছে, যেগুলোর জন্য দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অক্ষয় কুমারের সিনেমা 'কেসরি চ্যাপ্টার ২' সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। যদিও, একই দিনে সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সিনেমা 'দ্যা ভূতনি'ও (The Bhootnii) মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু নতুন খবর অনুযায়ী 'দ্যা ভূতনি' ১৮ এপ্রিল মুক্তি পাবে না, অর্থাৎ অক্ষয়-সঞ্জয়ের মধ্যে আর টক্কর হবে না। সঞ্জয়, অক্ষয়ের থেকে বাঁচলেও তাঁর সিনেমার মুক্তির তারিখ দেখে বলা যায় যে, এখন তিনি অজয় দেবগণের (Ajay Devgn) সঙ্গে টক্কর দিতে চলেছেন। আসলে, সঞ্জয়ের 'দ্যা ভূতনি' এখন ১ মে মুক্তি পাবে এবং একই দিনে অজয়ের 'রেড ২'-ও (Raid 2) আসছে।

সঞ্জয় দত্ত 'দ্যা ভূতনি'-র নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছেন

সঞ্জয় দত্ত সম্প্রতি টুইটারে পোস্ট শেয়ার করে তাঁর সিনেমা 'দ্যা ভূতনি'-র মুক্তির তারিখ পরিবর্তনের ঘোষণা করেছেন, যেখানে মৌনি রায় ও পলক তিওয়ারি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমাটি ১৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও, এখন এটি ১ মে মুক্তি পাবে। তিনি লিখেছেন- "মানুষ ভালোবাসার তারিখ ঠিক করতে পারে, ভূতনির আসার নয়... সে কখন আসবে, কীভাবে আসবে, এটা শুধু সে-ই জানে! লাগছিল ১৮ এপ্রিল আসবে কিন্তু এখন আসছে ১ মে, তৈরি থেকো!" এর মানে হল 'দ্যা ভূতনি' অজয় দেবগণের 'রেড ২'-এর সঙ্গে টক্কর দেবে।

অজয় দেবগণের সিনেমা 'রেড ২'

অজয় দেবগণের ক্রাইম থ্রিলার সিনেমা 'রেড ২'-এর পরিচালনা করেছেন রাজ কুমার গুপ্ত। সিনেমাটিতে অজয় দেবগণের সঙ্গে বাণী কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রিতেশ দেশমুখ সিনেমাটিতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। 'রেড ২' নিয়ে এখন থেকেই উত্তেজনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে, সঞ্জয় দত্তের সিনেমা 'দ্যা ভূতনি'-র সঙ্গে টক্কর এড়াতে অজয় তাঁর সিনেমার তারিখ পরিবর্তন করেন নাকি বক্স অফিসে সঞ্জয়ের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। জানিয়ে দিই, দুটি সিনেমারই ট্রেলার মুক্তি পেয়েছে।

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Border 2 First Review: সানি দেওল, বরুণ ধাওয়ান অভিনীত বর্ডার ২-এ আছে কী কী চমক? জেনে নিন মুক্তির আগেই
তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান! বিয়ের আগেই থাকছেন একসঙ্গে, পাত্রী কে?