Sanjay Kapoor: প্রয়াত করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর, খেলার মাঠে আক্রান্ত হৃদরোগে

Published : Jun 13, 2025, 08:17 AM IST
sanjay kapoor death

সংক্ষিপ্ত

মাত্র ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। লন্ডনে পোলো খেলার সময় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার আগেই মৃত্যু হয়।

ফের খারাপ খবর বিনোদন জগতে।  মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হলেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। পোলো ম্যাচ খেলতে গিয়ে ঘটল বিপত্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। লন্ডনে পোলো খেলার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা করার কোনও সুযোগ দেননি সঞ্জয়। তার আগেই প্রয়াত হন তিনি। প্রায় ১১ বছর হল করিশ্মা কাপুরের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে সঞ্জয় কাপুরের। ২০১৬ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন। গত রাতে মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন তিনি।

দুন স্কুলে পড়াশোনার শেষ করার পর বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পূর্ণ করে হার্ভার্ড বিজনেস স্কুলে পড়াশোনা করেন সঞ্জয়। সোনা কমস্টার লিমিটেডের চেয়ারম্যান তিনি। ব্রিটেনেই থাকতেম। ভারতের মোটর সেক্টরের এক শীর্ষস্থানীয় ব্যবসায়ী সঞ্জয়। তাঁর আরও একটি পরিচয় তিনি করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। ২০০৩ সালে করিশ্মা কাপুরকে বিয়ে করেন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। করিশ্মা ও সঞ্জয়ের দুই সন্তান। ২০০৫ সালে জন্ম হয় মেয়ে সামাইরার। আর ২০১১ সালে জন্ম হয় পুত্র কিয়ানের।

করিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে। নিউ ইয়র্কে প্রিয়ার সঙ্গে তাঁর আলাপ। সেও বিবাহিত ছিল। দুজনের ডিভোর্সের পর নয়াদিল্লিতে বিয়ে করেন প্রিয়া ও সঞ্জয়।

প্রসঙ্গত, দাম্পত্য সম্পর্ক নিয়ে কখনোই সুখী ছিলেন না করিশ্মা। তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেন তাঁর সঙ্গে সঞ্জয়ের পরিবারের লোকের বনিবনা হত না। তেমনই সঞ্জয় বিয়ের পর তাঁকে কু প্রস্তাব দিয়েছিল। তাঁর বন্ধুর শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দেয়। সঞ্জয় তাঁর বন্ধুর কাছে করিশ্মার মূল্য নির্ধারণ পর্যন্ত করেছিলেন। করিশ্মা এতে রাজি না হওয়ায় তাঁর ওপর শারীরিক অত্যাচার করা হত। এমনকী, তাঁর শ্বশুরবাড়ির লোক তাঁকে মানসিক নির্যাতন করতেন। নানান বিষয় নিয়ে তাঁদের সমস্যা ছিল বলে জানিয়েছিলেন করিশ্মার। শেষে দীর্ঘ আইনি পর্বের পর তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ২০১৬ সালে সঞ্জয় ফের বিয়ে করেন। 

হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সঞ্জয় কাপুর। পোলো খেলার সময় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত হলে ঘোষণা করা হয়। জানা যায়, চিকিৎসা করানোর কোনও সুযোগই দেননি সঞ্জয় কাপুর।  

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে