
দীর্ঘদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে মিলিছে খবর। জানা যাচ্ছে, সৌরভের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। সদ্য এক সাক্ষাৎকারে রাজকুমার রাও বলেছেন, এখন যেহেতু দাদা নিজেই বলে ফেলেছেন, আমিও আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিচ্ছি- হ্যাঁ, আমি ওঁর বায়োপিকে অভিনয় করছি। আমি নার্ভাস… এটা একটা বিশাল দায়িত্ব, কিন্তু দারুণ মজার অভিজ্ঞতা হতে চলেছে।
এখন জল্পনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রীর চরিত্র নিয়ে। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত নয়। ঠিক এই সময় কলকাতায় পা রেখেছেন সারা আলি খান। আজ বৃহস্পতিবার কলকাতায় এসেছেন তিনি। আর আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ি যাবেন সারা। গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে করবেন ডিনার।
এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে, সারা আলি খানের কলকাতা সফরের মূল উদ্দেশ্য সৌরভের বায়োপিক নয়। তিনি আসছেন তার নতুন সিনেমা মেট্রো ইন দিনো-র প্রচারের জন্য। তাঁর সঙ্গেই থাকবেন অভিনেতা আদিত্য রায় কাপুর। বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে তাঁরা হাজির হবেন সিএবি পরিচালিত বেঙ্গল চি ২০ লিগের ম্যাচে। যা অনুষ্ঠিত হবে ইডেনে। সন্ধ্যা ৬টায় মাঠে খেলা দেখতে উপস্থিত হবেন। তারপর রাতে সৌরভের বেহালার বাড়িতে যাবেন। এর আগে আমিরও এসেছেন সৌরভের বাড়িতে। এবার তালিকায় যোগ হল সারা ও আদিত্য।
প্রসঙ্গত, এই বায়োপিক ২০২৬ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা। ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলা সৌরভ জানান, ছবির শ্যুটিং শুরু হবে আগামী জানুয়ারি থেকে।
PTI-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, সব কিছু ঠিকঠাক চলছে। আগামী ডিসেম্বরেই সিনেমাটা মুক্তি পাবে। জানুয়ারি থেকে শুরু হবে শ্যুটিং। প্রি প্রোডাকশন, গল্প লেখা এবং স্ক্রিপ্ট তৈরিতেই অনেকটা সময় লাগে। কিন্তু, শ্যুটিং-এ খুব একটা সময় লাগে না। প্রায় তিন মাস সময় লাগে। তারপর পোস্ট-প্রোডাকশন আবার সময় যায়।