বয়স হয়ে গেলে কেমন দেখতে হবে আপনার প্রিয় অভিনেতাকে, দেখুন ১০ স্টারের বুড়ো বয়সের ছবি
ক্রমশই জনপ্রিয় হচ্ছে কৃত্রিম বুদ্ধমত্তা বা Artificial Intelligence (AI)। রামায়নের ছবির পর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বলিউডের ১০ সেরা অভিনেতার ছবি। দেখুন আপনার পছন্দের অভিনেতার বয়স হয়ে গেলে কেমন দেখতে হবে।
দক্ষিণি সুপার স্টার। অ্যাকশন হিরো হিসেবেই পরিচিত।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পির কল্পনায় বুড়ো অবস্থায় তাঁকে নাকে এমনটাই দেখতে হবে।
মহেশ বাবু
দক্ষিণি সুপার স্টার। বলিউডেও জনপ্রিয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পির কল্পনায় বুড়ো অবস্থায় তাঁকে নাকে এমনটাই দেখতে হবে।
হৃত্বিক রোশান
কহনা প্যায় হ্যা থেকে বলিউড যাত্রা শুরু। ফ্যানের সংখ্যাও প্রচুর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পির কল্পনায় বুড়ো অবস্থায় তাঁকে নাকে এমনটাই দেখতে হবে।
রণবীর কাপুর
সদ্যই মেয়ের বাবা হয়েছেন। আলিয়ার স্বামী। বলিউডের নামজাদা অভিনেতা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পির কল্পনায় বুড়ো অবস্থায় তাঁকে নাকে এমনটাই দেখতে হবে।
প্রভাস
দ৭িণ সুপারস্টার। আদি পুরুষ ছবির মূল ভূমিকায় থাকছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পির কল্পনায় বুড়ো অবস্থায় তাঁকে নাকে এমনটাই দেখতে হবে।
সলমন খান
বলিউড ভাইজান। বিতর্কিত নায়ক। দীর্ঘ যাত্রাপথে এখনও অনুগামীর সংখ্যা কমেনি। সিনেমায় তাঁর এন্ট্রিতে এখনও সিটি পড়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পির কল্পনায় বুড়ো অবস্থায় তাঁকে নাকে এমনটাই দেখতে হবে। চোখে উঠবে চশমা।
শাহিদ কাপুর
কর্মাশিয়াল ছবির পাশাপাশি ক্লাসিক ছবিতে তুখর। হায়দার-এ তাঁর অভিনয় মনে রাখার মন। সেই শাহিদ কাপুরেরও বয়স হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পির কল্পনায় বুড়ো অবস্থায় তাঁকে নাকে এমনটাই দেখতে হবে।
আমির খান
চকোলেট হয় ইমেজ নিয়ে যাত্রা শুরু করেছিলেন। মিস্টার পারফেক্টশানিস্ট। এখনও তাঁর ছবি দর্শকদের মনে দাগ কেটে রাখে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পির কল্পনায় বুড়ো অবস্থায় তাঁকে নাকে এমনটাই দেখতে হবে।
অক্ষয় কুমার
খিলাড়ি ইমেজ দিয়েই বলিউড যাত্রা শুরু। কিন্তু এখন সৃজনমূলক ছবিতেই তাঁকে বেশি দেখা যায়। কমিডিও দারুন করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পির কল্পনায় বুড়ো অবস্থায় তাঁকে নাকে এমনটাই দেখতে হবে।
শাহরুখ খান
বলিউড বাদশা। এমনিতেই বয় ৫৫র গণ্ডি পার করেছে। তবে পাঠান ছবিতে আবারও বলিউডে সগর্বে ফিরে এসেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিল্পির কল্পনায় বুড়ো অবস্থায় তাঁকে নাকে এমনটাই দেখতে হবে।
শিল্পির চোখে বুড়ো শাহরুখ সলমনরা
শিল্পি এসকে এমডি আবু সাহিদ ১০টি ছবি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি শাহরুখ খান, সালমান খান, আমির খান, প্রভাস, শাহিদ কাপুর, আল্লু অর্জুন, অক্ষয় কুমার, রণবীর কাপুর, হৃতিক রোশন এবং মহেশ বাবুর বুড়ো অবস্থার ছবি কল্পনা করেছেন তিনি।