Akshay -Raveena: ২০ বছর পর একসঙ্গে দেখা মিলতেই শুরু সম্পর্কের গুঞ্জন, জেনে নিন কেন ভেঙেছিল অক্ষয়-রবিনার প্রেম

প্রায় ২০ বছর পর একসঙ্গে দেখা গেল। জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় থেকে আড্ডা দিতে দেখা গেল তাঁদের। তাহলে কি সম্পর্কে এল নতুন মোড়।

Sayanita Chakraborty | Published : May 10, 2023 9:43 AM
110

সম্প্রতি, এক ইভেন্টে হাজির হয়েছিল রবিনা ট্যান্ডন। হাজির ছিলেন অক্ষয় কুমার। সেখানে প্রায় ২০ বছর পর এক সঙ্গে দেখা গেল দুজনকে। সেখানে রবিনাকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করলেন অক্ষয় কুমার। শুধু তাই নয়, এক সঙ্গে মঞ্চে দেখা গেল তাদের। পুরষ্কার দিলেন দুজনে এক সঙ্গে। এখানেই শেষ নয়। পাশাপাশি বসে অনু্ষ্ঠান উপভোগ করতে দেখা গেল তাদের।

210

তাঁদের দুজনের এমনই একটি ভিডিও ভাইরাল হয়। যে ভিডিও ভাইরাল হতেই নানান কমেন্ট দেখা যায়। নানান কমেন্ট করেন তাদের ভক্তরা। কেউ এদের আবার হট জুটি বলেন। কেউ আবার লেখেন, এটা কী দেখছি। আবার কেউ লেখেন, বহুদিন পর এই জুটিকে দেখছি।

310

রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারের প্রেম কারও অজানা নয়। ১৯৯৪ সালের হিট জুটি ছিলেন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। মোহর ছবির শ্যুটিং থেকেই তাদের সম্পর্কের শুরু। শোনা গিয়েছে, রবিনা অক্ষয়ের জন্য পাগল ছিলেন। অক্ষয়ও সুন্দরীর ভালোবাসা উপেক্ষা করতে পারেননি। দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তাঁরা।

410

তাঁদের প্রেম এতদূর এগিয়েছিল যে বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তাঁরা। গোপনে বাগদান সেরেছিলেন- শোনা যায় এমন কথাও। আবার অনেকে বলেন মন্দিরে গিয়ে বিয়ে করেছেন রবিনা-অক্ষয়।

510

কিন্তু, সেই সম্পর্ক ভেঙে যায়। জানা যায় অক্ষয়ের জন্য ভেঙেছিল সম্পর্ক। রবিনার সঙ্গে সম্পর্কে থাকার পরও একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ান অক্ষয়। শোনা গিয়েছিল, অভিনেত্রী রেখার সঙ্গে সম্পর্ক ছিল অক্ষয়ের। প্রকাশ্যে এসেছেল রেখা ও অক্ষয়ের একাধিক ছবি। এতে মন ভাঙে রবিনার।

610

এখানেই শেষ নয়, রবিনার সঙ্গে সম্পর্কে থাকাকালীন শিল্পা শেট্টির সঙ্গে সম্পর্কে জড়ান অক্ষয়। তিনি নাকি শিল্পাকেও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অক্ষয়ের সঙ্গে শিল্পার বিচ্ছেদের পর শিল্পাও জানিয়েছিলেন, একাধিক মেয়ের সঙ্গে সম্পর্কের কারণে ভেঙেছে অক্ষয়-শিল্পার সম্পর্ক।

710

অক্ষয়ের সঙ্গে একাধিক মেয়ের সম্পর্ক শোনা গিয়েছিল সে সময়। আর তিনি সকলকেই নাকি বিয়ের প্রতিশ্রুতি দিতেন। শোনা যেত এমন গুঞ্জন। তবে, অক্ষয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে লুকোচাপা করতেন না রবিনা। তিনি নিজেই জানিয়েছিলেন বিচ্ছেদের কারণ।

810

সে সময় রূপোলী পর্দা তো বটেই সঙ্গে অফস্ক্রিন জুটি হিসেবেও তাঁরা ছিলেন সেরা। সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ায়। কিন্তু, শেষে সম্পর্কে ভেঙে যায়। রবিনা এই বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, অক্ষয় তাঁকে কেরিয়ার ও সংসারের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন।

910

এর পর অক্ষয় বিয়ে করেন টুইঙ্কেল খান্নাকে। আর অনিল ঠাডানির সঙ্গে ঘর বাঁধেন রবিনা ট্যান্ডন। এরপর কেটে গিয়েছে বহু বছর। অক্ষয় জমিয়ে কাজ করে চলেন। অন্যদিকে রবিনা সংসার ও কাজ দুই সামলেছেন। কিন্তু, আর তাদের একসঙ্গে দেখা যায়নি।

1010

এবার প্রায় ২০ বছর পর এক সঙ্গে অক্ষয়- রবিনা ট্যান্ডন। তারপরই শুরু গুঞ্জন। অনেকেই মনে করছেন, পুরনো সকল রাগ গলেছে দুজনের মনে। সম্পর্ক এখন সহজ হয়েছে রবিনা ও অক্ষয়ের। সে যাই হোক, রূপোলি পর্দায় দুজনকে ফের একসঙ্গে দেখতে অপেক্ষায় অনেকেই।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos