Father’s Day: রইল বলিউডের সেরা ছয় ‘রিয়েল লাইফ’ বাবা-ছেলে হিট জুটির তালিকা, দেখে নিন এক ঝলকে
রাত পোহালেই ফাদার্স ডে। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় পিতৃ দিবস বা ফাদার্স ডে। এবছর ১৯ জুন পালিত হয় পিতৃদিবস। ১৯১০ সাল থেকে ১৯ জুন আমেরিকাতে পিতৃ দিবস পালিত হয়। এদিন সকলের তার বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন।
সকলের জীবেন বাবার ভূমিকা থাকে অনস্বীকার্য। জীবনে বটবৃক্ষের ভূমিকা পালন করে বাবা। তার ছত্রছায়াতেই বড় হয়ে ওঠে সন্তান।। তার দেখানো পথে হাঁটে সন্তানরা। প্রতিটি সন্তানের সাফল্যের পিছনে বাবার ভূমিকা থাকে অনস্বীকার্য। এই সমীকরণ সাধারণ থেকে সেবেল সব পরিবারেই খাটে।
তারকা পরিবার
একাধিক বলিউড তারকা আছেন, যারা বাবার দেখানো পথে হেঁটে সাফল্য পেয়েছেন। বলিউডে পা রেখেছেন বাবার হাত ধরে। বাবার পরামর্শে বলিউডে হেঁটেই দর্শকমনে স্থান পেয়েছেন। আজ রইল এমন একাধিক বলিউড জুটির কথা।
বাবা-ছেলে জুটি
বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন, যারা শুধু দেশে নয়, সারা বিশ্বে নাম করেছেন। বাবা ছেলের এই জুটি সকলের কাছে উদাহরণ হয়ে আছে। আজ রইল এমন তারকার কথা। তালিকায় আছেন অমিতাভ বচ্চন ও আভিষেক বচ্চন থেকে শাহরুখ-আরিয়ান। রইল এমন তারকা পরিবাররে কথা।
অমিতাভ বচ্চন ও আভিষেক বচ্চন
অমিতাভ বচ্চন ও আভিষেক বচ্চন জুটি সকলের পছন্দের। বাবা অমিতাভ বচ্চনের দেখানো পথে হেঁটেছেন অভিষেক। বাবার মতো সফল না হলেও অভিনেতা হিসেবে নাম করেছেন অভিষেক। কেরিয়ারের শুরুর দিকে একাধিক ছবি ফ্লপ করলেও চেষ্টা চালিয়ে গিয়েছেন তিনি।
শাহরুখ ও আরিয়ান খান
বলিউডের আরও এক হিট বাবা-ছেলে জুটি হল শাহরুখ ও আরিয়ান খান। তবে, বাবার মতো অভিনেতা হতে চান না তিনি। তাঁর আগ্রহ পরিচালনার দিকে। সদ্য একটি বিজ্ঞাপন পরিচালনা করেন। ছেলের পরিচালনায় কাজ করেন কিং খান। বাবার হাত ধরে বলিউডে পা রাখলেও অভিনেতা নন, ভবিষ্যতে পরিচালক হিসেবে নাম করতে চান আরিয়ান।
সলমন খান ও সেলিম খান
বলিউডের নাম করা অভিনেতা ও স্ক্রিপ্ট রাইটার ছিলেন সেলিম খান। সেলিম-জাভেদ জুটি মাণিকজোড় চিত্রনাট্যকার হিসেবে পরিচিত ছিল। সলমন, সোহেল ও আরবাজ তিন সন্তান সেলিমের। বলিউডের হিট বাবা ছেলে দুটির তালিকায় আছেন সলমন ও সেলিম খান।
সুনীল দত্ত ও সঞ্জয় দত্ত
বাবা সুনীল দত্তের হাত ধরেই বলিউডে পা রাখা সঞ্জয় দত্তের। তিনি অভিনেতা, প্রযোজক, পরিচালক ছিলেন। তাঁর দেখানো পথেই হাঁটেন ছেলে সঞ্জয়। এক সময় অভিনেতা হিসেবে নাম করেছিলেন সঞ্জয় দত্ত। আজও সমান তালে কাজ করে চলেছেন তিনি। সুনীল দত্ত ও সঞ্জয় দত্ত জুটি বলিউডের আরও এক হিট বাবা-ছেলে জুটি।
ঋষি কাপুর ও রাজ কাপুর
বলিউডের আরও এক হিট বাবা-ছেলে জুটি হল ঋষি কাপুর ও রাজ কাপুর। রাজ কাপুরের পরামর্শেই বলিউডে পা দেন ঋষি কাপুর। পরে তিনি সফল অভিনেতা হিসেবে খ্যাতি পান। অল্প বয়সে অভিনয় করা শুরু করেছিলেন ঋষি। কেরিয়ারের শুরুতেই সফল হন। তাঁর অভিনীত শ্রী ৪২০, আওয়ারা, বারাসত আজও বলিউডের হিট ছবি।
রণবীর কাপুর ও ঋষি কাপুর
বলিউডের আরও এক হিট বাবা-ছেলে জুটি রণবীর কাপুর ও ঋষি কাপুর। বাবার দেখানো পথেই হাঁটেন রণবীর কাপুর। এমনকী, বাবার মতো সফল অভিনেতাও হন তিনি। অধিকাংশেরই প্রিয় বাবা-ছেলে জুটির তালিকায় আছেন রণবীর কাপুর ও ঋষি কাপুর।
বলিউড জুটি
বাবার পরামর্শে বলিউডে হেঁটেই দর্শকমনে স্থান পেয়েছেন। অনেকেই বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তো কেউ কেউ বাবার নির্দেশনায় কাজ করেছেন। এই সকল তারকা হল বলিউডের বাবা-ছেলে হিট জুটি।