আসছে চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের অন্ধকার রহস্যে মোড়া নতুন ছবি ‘কেনেডি’। রক্ত আর যৌনতায় মোড়া এই ছবির প্রিমিয়ার নিয়ে সানি লিওনের সঙ্গে সিডনিতে পৌঁছেছেন পরিচালক।
নিও-নয়ার ধারা, অর্থাৎ, রহস্য রোমাঞ্চ রক্তারক্তির সঙ্গে মিশে আছে উদ্দাম যৌনতা, এমনই বিষয়বস্তু নিয়ে বলিউডে আসছে পরিচালক অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘কেনেডি’।
‘কেনেডি’ সিনেমায় ‘চার্লি’ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বহুল চর্চিত অভিনেত্রী সানি লিওন।
প্রাপ্তবয়স্ক ছবিতে কাজ করা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন সানি। সেই জগত ছেড়ে আলোকিত হয়েছেন অভিনেত্রী রূপে।
বয়স হতে হবে চল্লিশের বেশি, জীবন হতে হবে যৌনতার আতসকাচে মাপা — এই যুক্তিতেই সানি লিওনকে ‘চার্লি’ চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন অনুরাগ।
ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসবে প্রভূত সমাদৃত হয়েছে তাঁর নতুন ছবি ‘কেনেডি’।
এবার সেই ছবি নিয়েই সিডনি চলচ্চিত্র উৎসবে পৌঁছেছেন অনুরাগ এবং সানি। ‘কেনেডি’-র প্রিমিয়ারে অস্ট্রেলিয়ায় একসঙ্গে দেখা গেল পরিচালক এবং অভিনেত্রীকে।
ইতিমধ্যেই সানি-র সম্পর্কে বলিপাড়ায় অনুরাগের প্রশংসাসূচক মন্তব্য নজর কেড়েছিল নেটিজেনদের। এবার দুই তারকাকে একসঙ্গে দেখে ফের উছলে উঠল সেই গুঞ্জন।