ডন ৩
আসন্ন সিক্যুয়েল ছবির তালিকায় আছে ডন ৩। বহুদিন ধরে এই ছবি খবরে। শোনা গিয়েছে, এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন শাহরুখ খান। তিনি জানান, তাঁর ব্যক্তিত্বের সঙ্গে এখন এই ছবি সামানসই নয়। এরপর শোনা যায় ছবিতে দেখা যাবে রণবীর সিং-কে। তবে, শেষ পর্যন্ত কে কে থাকছেন তা সময়ের সঙ্গে জানা যাবে।