প্যাডম্যান থেকে OMG 2-রইল অক্ষয় কুমার অভিনীত ১০টি ভিন্ন ধারার ছবির খোঁজ, দেখে নিন এক নজরে

খবরের শীর্ষে অক্ষয় অভিনীত OMG 2। ছবিতে শিবের অবতীরে অভিনয় করবেন খিলাড়ি কুমার। ভিন্ন ধারার গল্প নিয়ে আসছে ছবিটি। প্যাডম্যান থেকে OMG 2-রইল অক্ষয় কুমার অভিনীত ভিন্ন ধারার ছবির খোঁজ, দেখে নিন এক নজরে।

Sayanita Chakraborty | Published : Jul 17, 2023 3:25 PM
110

গুড নিউজ

২০১৯ সালে মুক্তি পায় গুড নিউজ। অক্ষয়, করিনা, কিয়ারা দিলজিৎ দোসঞ্জ অভিনয় করেন এই ছবিতে। ছবিতে আইভিএফ পদ্ধতি তুলে ধরা হয়েছে। কমেডি এই ছবি দিয়ে বিশেষ বার্তা দিয়েছেন অক্ষয়।

210

টয়লেট এক প্রেম কথা-

একেবারে অন্যরকম কাহিনি নিয়ে মুক্তি পায় ছবিটি। অনেক গ্রামে এখনও প্রতি বাড়িতে বাথরুম থাকে না। এই সমস্যা তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে ভূমি পেডনেকারের সঙ্গে অক্ষয়ের কেমিস্ট্রি নজর কেড়েছিল সকলের।

310

ওএমজি 

২০১২ সালে মুক্তি পায় ওএমজি। এই ছবিতে কৃষ্ণের অবতারে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে প্রেমের মিল ঘটাতে মুক্তি পেয়েছিল ওএমজি। পরেশ রাওয়াল, মিঠুন চক্রবর্তী, ওম পুরী থেকে মুরলি শর্মা-র মতো একাধিক তারকা ছিলেন ছবিতে।

410

আতরঙ্গি রে

অনন্দ এল রাই পরিচালিত এই ছবি। সারা আলি খান, ধনুষ, অক্ষয় কুমার, সীমা বিশ্বাস ছিলেন এই ছবিতে। একেবারে অন্যরকম কাহিনি মুক্তি পেয়েছে এই ছবিটিও।

510

রাম সেতু

২০২২ সালে মুক্তি পায় রাম সেতু। বানরবাহিনী সত্যিই রামসেতু নির্মাণ করেছিলেন কি না, তা নিয়ে তৈরি এই কাহিনি। অ্যাকশন অ্যাডভেঞ্চার এই ছবিটি ভিন্ন কাহিনি নিয়ে মুক্তি পায়। ছবিতে একজন প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় অভিনয় করেন অক্ষয়। ছবিতে ছিলেন জ্যাকলিম, নুসরাত ভারুচ্চা।

610

ওএমজি ২

মুক্তির অপেক্ষায় ওএমজি ২। ওএমজি ছবির সিক্যুয়েল এই ছবি। ছবিতে শিবের অবতারে দেখা যাবে অক্ষয়কে। ছবিতে দেখা যাবে, ভক্তের ডাকে মর্ত্যে এলেন ভগবান শিব। এক ভিন্ন কাহিনি নিয়ে তৈরি ছবি।

710

মিশন মঙ্গল

২০১৯ সালে মুক্তি পায় মিশন মঙ্গল। মহাকাশে রকেটের অভিযানের কাহিনি নিয়ে তৈরি এই ছবি। ছবিতে অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন বিদ্যা বালন, সঞ্জয় কাপুর, তাপসী পান্নি, কৃতি কুলকার্নি সহ আরও অনেকে। ৭০ কোটি বাজেটের এই ছবি আয় করেছিল ২৯১ কোটি।

810

প্যাডম্যান 

২০১৮ সালে মুক্তি পায় প্যাডম্যান। অনেক জায়গায় আজও মেয়েরা মাসিকের সময় প্যাড ব্যবহার করেন না। কাপড় ব্যবহারের কারণে বাড়ে রোগের ঝুঁকি। এই বিষয়টি লক্ষ্মীকান্ত চৌহানের চোখে পড়ে। তিনি প্যাড তৈরি শুরু করেন। দীর্ঘ বাধা অতিক্রম করে তিনি সফল হন। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার।

910

রক্ষা বন্ধন

২০২২ সালে মুক্তি পায় রক্ষা বন্ধন। চার বোন ও এক দাদার কাহিনি। বোনের প্রতি দায়িত্ব বলতে শুধু যে তার বিয়ে দেওয়া নয়, এই বার্তা দেওয়া হয়েছে ছবিতে। ছবিতে উঠে এসেছে এক বাস্তব কাহিনি।

1010

লক্ষ্মী

২০২০ সালে মুক্তি পায় লক্ষ্মী। হরর কমেডি এই ছবিটি। ছবিতে দেখা যায় একজন বৃহন্নার ভর করে করে অক্ষয়ের ওপর। ছবিতে অভিনয় করেন অক্ষয়, কিয়ারা আডবানি। এক খুনের ঘটনা উঠে আসবে ছবিতে। ছবির গল্প থেকে গান- সব নজর কেড়েছিল দর্শকদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos