OMG 2: প্রথম দিনের আয় আশা জাগাল দর্শক মনে, দেখে নিন কত আয় করল অক্ষয়ের সিক্যুয়েল ছবিটি

অবশেষে ছবির আয় দেখালো আশার আলো। প্রথম দিনে আয় করল ৯.৫০ কোটি। 

দীর্ঘ বিতর্কের পর মুক্তি পেল ‘OMG 2’। সেন্সার বোর্ডে মুক্তির পর বাধা পেয়েছিল ছবিটি। মুক্তির পরই ছবির আয় নজর কাড়ল সকলের। রিপোর্ট অনুসারে, ৯.৫০ কোটি আয় করল ছবিটি। বলিউড ছবি দখল করল ৩৭.৫৩ শতাংশ স্থান।

ছবির কেন্দ্রে এক শিব ভক্তের কাহিনি। কান্তি শরণ মুদগলে শিবের ভক্ত। সে শিবের নিত্য পুজারী। নিজের ছেলেকে নিয়ে পড়েছেন বিপদে। তাঁর ছেলে এমন কোনও কান্ড ঘটিয়েছে স্কুলে যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর সে জড়ায় আইনী মামলায়। এই মামলা নিয়ে কোর্টে গিয়েছে। কোর্টে তাঁর সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে। কান্তি শরণ মুদগলকে বিপদ থেকে রক্ষা করতে স্বর্গ থেকে এলেন শিবের দূত। ভক্তের বিপদ দেখে দূত পাঠালেন শিব। আর শিবের দূত হিসেবে মর্ত্যে হাজির হলেন অক্ষয়। সে কীভাবে শিব ভক্তকে রক্ষা করবে তা নিয়ে ছবিটি।

Latest Videos

ছবিটি মুক্তির আগে বিস্তর বিতর্কে জড়িয়েছিল। ২৭টি দৃশ্য নিয়ে আপত্তি ওঠে। কাঁট-ছাঁট ও পরিবর্তনের পর ‘এ’ সার্টিফিকেট নিয়ে মুক্তি পায় ছবিটি। এই সকল বিতর্কের কারণে অনেকেই আশা করেছিলেন সেভাবে সফল হবে না ‘OMG 2’। কিন্তু, অবশেষে ছবির আয় দেখালো আশার আলো। প্রথম দিনে আয় করল ৯.৫০ কোটি। বর্তমানে কেরিয়ারে সময়টা ভালো যাচ্ছে না অক্ষয়ের। শেষ সেলফি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সে ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তেমনই তার আগে মুক্তি পায় রামসেতু। সেই ছবিও তেমন সফল হয়নি। সম্রাট পৃথ্বিরাজ থেকে আ অ্যাকশন হিরো- পর পর ফ্লপ দিয়েছেন অক্ষয়। তাই তাঁর ভক্তরা মনে করেছিল এই ছবিটি পরিবর্তন আনতে চলেছে তাঁর কেরিয়ারে। তবে, ছবি মুক্তির আগে যে সকল বিতর্ক হয়, তা নিয়ে অনেকেই আশা ভাঙে।

সে যাই হোক, OMG ছবি মুক্তির প্রায় ১১ বছর পর আসছে সিক্যুয়েল ছবি। OMG মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরে আসছে সিক্যুয়েল। OMG ছবিতে কৃষ্ণের অবতারে দেখা গিয়েছিল অক্ষয়কে। এবার তিনি দেখা দেবেন শিবের অবতারে। এটি নিয়ে দর্শকদের আশা রয়েছে তুঙ্গে। এখন দেখার ছবিটি আর কত সফল হয়। প্রথম দিনের ছবি আয় গড়েছে রেকর্ড। যা নিয়ে বেশ আশাবাদী সকলে। 


আরও পড়ুন

Gadar 2: রেকর্ড গড়ল সানি-আমিশা, দেখে নিন প্রথম দিনে কত আয় করল ‘গদর ২’

ব্যোমকেশ ও দুর্গ রহস্য-র প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট, ব্যোমকেশের চরিত্রে চমক দিলেন দেব

সোহমের সঙ্গে দেখা করতে শোলাঙ্কি গেলেন মুম্বইয়ে, শুধুই বন্ধুত্ব নাকি গোপনে চলছে প্রেম?

 

Share this article
click me!

Latest Videos

‘অপদার্থ মুখ্যমন্ত্রী এতদিন ধরে স্বাস্থ্য ও পুলিশকে জলাঞ্জলি দিয়েছেন’ মমতাকে চরম তুলোধোনা শুভেন্দুর
কেমন আছেন Saif Ali Khan? দেখতে গেলেন Kareena Kapoor Khan! দেখুন #shorts #shortsfeed #shortsvideo
Canning News Today: আধার কার্ড সংযোজন করতেই আবাসের টাকা লোপাট! ঘটনায় চাঞ্চল্য South 24 Parganas
থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও
‘Mamata Banerjee-কে Saokat Molla মারতে গিয়েছিল’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন