Gadar 2: রেকর্ড গড়ল সানি-আমিশা, দেখে নিন প্রথম দিনে কত আয় করল ‘গদর ২’

Published : Aug 12, 2023, 12:56 PM IST
gadar 2 movie twitter review

সংক্ষিপ্ত

এই ছবিও গড়ল রেকর্ড। প্রথম দিয়ে ছবির আয় নজর কাড়ল সকলের। ১১ অগস্ট মুক্তি পেয়েছে গদর ২। আর প্রথম দিনেই ছবিটি আয় করলে ৪০ কোটি।

২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর এক প্রেম কথা’। অনিল শর্মা পরিচালনা করেছিলেন ছবিটি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সানি দেওল, আমিশা প্যাটেল, অমরেশ পুরীকে। সে সময় ব্যাপক সফল হয়েছিল ছবিটি। ১৯ কোটি বাজেটের গদর- এক প্রেম কথা ছবিটি সে সময় আয় করেছিল ১৩৩ কোটি। এবার সেই ছবির সাফল্যের রেশ ধরে প্রায় ২২ বছর পর তৈরি হল গদর ২।

আর এই ছবিও গড়ল রেকর্ড। প্রথম দিয়ে ছবির আয় নজর কাড়ল সকলের। ১১ অগস্ট মুক্তি পেয়েছে গদর ২। আর প্রথম দিনেই ছবিটি আয় করলে ৪০ কোটি। আপাতত প্রথম দিনে সর্বোচ্চ আয় করেছিল শাহরুখ অভিনীত পাঠান। সেই রেকর্ড ভাঙতে না পারলেও গদর ২ যে এক অন্য রেকর্ড গড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে মুক্তির আগেই এই ছবি গড়েছিল রেকর্ড। কদিন আগে থেকে শুরু হয়েছিল ছবির অগ্রিম টিকিট বুকিং। সেক্ষেত্রে ৭৬ হাজারের বেশি টিকিট বিক্রি হয় অল্প দিনের মধ্যে। সে কারণে অনেকেই ধারণা স্বাধীনতা দিবসের সপ্তাহে ছবিটি পা রাখবেন ১০০ কোটির ঘরে।

এদিকে সানি দেওল ও আমিশা প্যাটেল রয়েছেন ‘গদর ২’ ছবিতে। যেখানে শেষ হয়েছিল গদর এক প্রেম কথা ছবির কাহিনি। সেখান থেকে শুরু তারা সিং ও সকিনার ভূমিকায় দেখা যাবে তাঁদের। এবার এই ছবিতে তারা সিং ও তাঁর ছেলে চরণজিতের মধ্যে পিতা-পুত্রের এক বিশেষ বন্ধন ফুটে উঠতে চলেছে। ছবিতে সানি দেওয়ালের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। তিনি ভারতীয় সৈনিকের ভূমিকায় অভিনয় করবেন। এবার ছবিতে তারা সিং ও সাকিনার প্রেম তো বটেই এবারের বাড়তি পাওনা তার সিং ও তাঁর ছেলের কেমিস্ট্রি। যেখানে ‘গদর এক প্রেম কথা’ ছবির কাহিনি শেষ হয়েছিল সেখান । ঠিক সেখান থেকেই শুরু হল গদর ২ ছবির কাহিনি। তবে, এই সিক্যুয়েল ছবিতে যেমন আছে প্রেম। তেমনই আছে ছেলেকে রক্ষা করার জন্য তারার লড়াই সঙ্গে আছে দেশভক্তির গল্প।

কদিন আগে ছবির প্রচারে অমৃতসর গিয়েছিলেন তাঁরা। সেখানে গিয়ে ওয়াঘা বর্ডারে বিশেষ অনুষ্ঠান করেন। দেশমাতাকে ভক্তি জানানোর সঙ্গে ছবির প্রচার করেন তাঁরা। তারপর স্বর্ণ মন্দির পরিদর্শন করেন গদর ২-র টিম। তারপর গিয়েছিলেন আহমেদাবাদ। সে যাই হোক দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল অনিল শর্মা পরিচালিত গদর ২।

 

আরও পড়ুন

ব্যোমকেশ ও দুর্গ রহস্য-র প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট, ব্যোমকেশের চরিত্রে চমক দিলেন দেব

সোহমের সঙ্গে দেখা করতে শোলাঙ্কি গেলেন মুম্বইয়ে, শুধুই বন্ধুত্ব নাকি গোপনে চলছে প্রেম?

Tiger Shroff: নতুন দিশায় মজেছেন টাইগার, দেখে নিন কার সঙ্গে প্রেম করছেন নায়ক

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য