Gadar 2: তৃতীয় সপ্তাহে ছবির আয় প্রায় ৫০০ কোটি ছুঁই ছুঁই, দেখে নিন মোট কত আয় হল

তৃতীয় সপ্তাহের শেষে ছবির আয় দাঁড়াল ৪৮১.৮৫ কোটি। আর সামান্য ব্যবধান রয়েছে ৫০০ কোটির ঘর ছোঁয়া থেকে। এমনই খবর বক্স অফিসে।

বহুদিন ধরে চলছে ৫০০ কোটির ঘরে প্রবেশ করার লড়াই। তৃতীয় সপ্তাহের শেষে ছবির আয় দাঁড়াল ৪৮১.৮৫ কোটি। আর সামান্য ব্যবধান রয়েছে ৫০০ কোটির ঘর ছোঁয়া থেকে। এমনই খবর বক্স অফিসে।

২১ দিন হল মুক্তি পেয়েছে গদর ২। আর ২১ দিন শেষে ছবির মোট আয় দাঁড়াল ৪৮১.৮৫ কোটি। বলিউড রেকর্ড অনুসারে, ছবিটি মুক্তি পেয়েছিল ১১ অগস্ট। ১১ অগস্ট ও ১২ অগস্ট মিলিয়ে আয় হয়েছিল ৮৩.১৮ কোটি। তারপর ১৩ অগস্ট আয় করেছে, ৫২ থেকে ৫৩ কোটি। ১৪ অগস্ট আয় হল ৩০ কোটি। ১৫ অগস্ট মঙ্গলবার ছবিটি আয় করেছে ৫৫. ৫ কোটি টাকা। এরপরই ছবিটি পা রাখে ২০০ কোটির ঘরে। ১৬ অগস্ট বুধবার আয় করল ৩৪.৫০ কোটি। ১৭ অগস্ট ২২ কোটি আয় করল গদর ২। আর শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট আয় করল ১৬ থেকে ১৮ কোটি মতো। তেমনই দ্বিতীয় সপ্তাহান্তে আয় হয়েছে নজর কাড়া। দ্বিতীয় রবিবারের শেষে ছবির মোট আয় ৩৭০ কোটি। তৃতীয় সোমবার আয় হয় ১৪ কোটি। তৃতীয় মঙ্গলবার আয় করেছে ১১.৫০ কোটি। তৃতীয় বুধবার শেষে মোট আয় ৪২০ কোটি। তৃতীয় শুক্রবার শেষে আয় হয়েছিল ৪২৫ কোটি। তৃতীয় সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ১৬ তম দিনে ছবির আয় হয়েছিল ১৩.৭৫ কোটি। তেমনই রবিবার আয় হয়েছে ১৭ কোটি। এরপর সোমবার ছবির আয় হল ৪.৬০ কোটি। মঙ্গলবার আয় করল ৫.১০ কোটি। বুধবার ৮.৮ কোটি। বৃহস্পতিবার আয় হয়েছে ৭.৫০ কোটি।

Latest Videos

ছবির কেন্দ্রে রয়েছে এক ভিন্ন ধরনের গল্প। ২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। সে সময় ছবিটি ব্যাপক সফল হয়েছিল। সেই ছবির সাফল্যের রেশ ধরে এতদিন পর মুক্তি পেল গদর ২। গদর এক প্রেম কথা ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে ছবির কাহিনি। এই ছবিতে যেমন শাকিনা ও তারা সিং-র প্রেম নজর কেড়েছে তেমনই তাদের ছেলের জন্য তারা সিং-র লড়াই উঠে এসেছে। সিক্যুয়েল এই ছবিতে সানি দেওল ও আমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা। এবার ছবিতে ছেলের জন্য লড়াই করতে দেখা যাবে তারা সিং-কে। সব মিলিয়ে ছবির গল্প থেকে উপস্থাপনা সবই নজর কেড়েছে দর্শকদের। সব মিলিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে ছবিটি।

 

আরও পড়ুন

Jahnvi Kapoor: পরনে নেই ব্লাউজ, ২৪ হাজার টাকার শাড়িতে তাক লাগিয়ে দিলেন জাহ্নবী কাপুর

Madhuri Dixit: দুই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন মাধুরী, ধরা পড়ল মা ও ছেলের রসায়ন

Sunny Leone: স্তনের ভাঁজে স্পষ্ট লাস্যের ইঙ্গিত, সোশ্যাল মিডিয়ায় সানিকে দেখেই ভক্তদের চুমু

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury