Cannes Film Festivals 2025: ফ্রান্সের প্যারিস শহরে শুরু হয়ে গিয়েছে ‘কান’ চলচ্চিত্র উৎসব। যেখানে দেশ বিদেশের অভিনেতা-অভিনেত্রীরা অংশগ্রহন করেন। কানের মঞ্চে বলিউডের কোন তারকারা নজর কাড়লেন? দেখুন ফটো গ্যালারিতে।
ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে অবশেষে জাহ্নবী কাপুরের অভিষেক। রেড কার্পেট থেকে জাহ্নবীর প্রথম লুক প্রকাশ পেয়েছে। তাঁকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে। রেড কার্পেটে জাহ্নবী কাপুরের প্রথম লুক প্রকাশ পেয়েছে। রেড কার্পেটে পা রাখার সঙ্গে সঙ্গেই জাহ্নবী সবার মন জয় করে নিয়েছেন। তার ছবিগুলো রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
26
ডিজাইনার তরুণ তাহিলিয়ানি দ্বারার পোশাকে জাহ্নবী
কানের রেড কার্পেটে বি-টাউনের অন্যতম সুন্দরী অভিনেত্রী জাহ্নবী কাপুরের রূপের ছটার প্রশংসা করেছেন অনেকেই। ডিজাইনার তরুণ তাহিলিয়ানি দ্বারা নকশা করা মেটালিক গোলাপি রঙের গাউন পরেছিলেন। এই গাউনে বিশেষ টেক্সচার ব্যবহার করা হয়েছিল। যা পরে জাহ্নবীকে আরও সুন্দর দেখতে লাগছিল।
36
ভাইরাল জাহ্নবীর লুক
জাহ্নবী কাপুরের এই গোলাপি গাউনে প্রচুর গ্লিটার, সিকুইন এবং সূচিকর্ম ছিল। তিনি চোপার্ডের হাউতে জুয়েলারি সংগ্রহের গয়না পরে তার লুকটি সম্পূর্ণ করেছিলেন। তার এই লুকটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। জাহ্নবীকে প্রশংসার বন্যায় ভরিয়ে দিয়েছেন সিনে প্রেমিরা।
কানের রেড কার্পেটে জাহ্নবী কাপুর পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থিত হয়েছিলেন। তিনি একের পর এক ভঙ্গিমা করে সকলের মন জয় করে নিয়েছিলেন। জাহ্নবীকে দেখে অনেকের শ্রীদেবীর কথাও মনে পড়েছে।
56
জাহ্নবী কাপুরের ছবির প্রদর্শন
কান চলচ্চিত্র উৎসবে জাহ্নবী কাপুর, ইশান খট্টর, বিশাল জেঠওয়ার ছবি হোমবাউন্ডের প্রদর্শনীও হয়েছে। নীরজ ঘাইওয়ান দ্বারা লিখিত এবং পরিচালিত এই ছবির প্রযোজক করণ জোহর।
66
'কানে' উপস্থিত ইশান খট্টর, করণ জোহর
কান চলচ্চিত্র উৎসব থেকে ইশান খট্টর এবং করণ জোহরের লুকও প্রকাশ পেয়েছে। দুজনকেই চমৎকার দেখাচ্ছিল। বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব, কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival 2025) বর্তমানে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর হলিউড থেকে বলিউডের তারকারা কানের রেড কার্পেটে তাদের ফ্যাশন প্রদর্শন করেন।