- Home
- West Bengal
- Kolkata
- Dilip Ghosh: 'থ্রেট দিয়ে আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা মমতা-অভিষেকের', চাকরিহারাদের আন্দোলন ইস্যুতে কটাক্ষ দিলীপের
Dilip Ghosh: 'থ্রেট দিয়ে আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা মমতা-অভিষেকের', চাকরিহারাদের আন্দোলন ইস্যুতে কটাক্ষ দিলীপের
Dilip Ghosh News: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই বঙ্গ বিজেপিতে তিনি নাকি ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছেন। রাজনীতিতে একঘরে হয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ? কী বলছেন তিনি? দেখুন ফটো গ্যালারিতে..

সরকারের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন দিলীপের
ক্রমশ বাড়ছে চাকরিহারাদের আন্দোলনের ঝাঁজ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘’মমতা এবং অভিষেকের গতকালের মন্তব্য প্রসঙ্গে বলেন, ওরা থ্রেট দিচ্ছেন। বদনাম করছেন। এটা ঠিক করছেন না। ওরা ভেবেছিলেন শিক্ষকরা আর কি এমন আন্দোলন করবেন। ভোট আসছে। প্রচুর চাকরি হারা। তাদের কথা নিয়ে আলোচনা চর্চা হচ্ছে। সরকার কি নিজের দায়িত্ব এড়াতে পারে? যত সমস্যা সবটাই তো পার্টির লোকেদের জন্য।''
চাকরিহারাদের সমস্যা চেপে রাখা হচ্ছে?
বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করে আরও বলেন, ‘’সমস্যার সমাধান না করে সমস্যা চেপে রাখা হচ্ছে। কারণ ওই যে ৮০০০ অযোগ্য তাদের থেকে ৮০০ কোটি টাকা নেওয়া হয়েছে। পার্থ বাবু ভিতরে আছেন। তারও এতে হাত আছে। তাই ব্যাপারটাকে খাটো করা।''
মমতার বিধানসভা ভাঙচুর প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ
‘’মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি আন্দোলনকে কত নিচে নামিয়ে আনা যায়। কত ব্যক্তিগত স্তরে নামিয়ে আনা যায়। আন্দোলন করে জাতীয় সম্পত্তি নষ্ট করা যায়। উনি তো বিধানসভা কান্ডে ১৪ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন।''
আন্দোলন দাবিয়ে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এই বিষয়ে দিলীপ ঘোষের অবশ্য দাবি, ‘’যিনি বলেন তার আন্দোলন লগ্নে জন্ম তিনি নিজেই আন্দোলন কে দাবিয়ে রাখছেন? আপনার আন্দোলন টা আন্দোলন আর বাকিদের টা নয়, এই ডাবল স্ট্যান্ডার্ড কেন?''
পুলিশের ভূমিকা নিয়ে দিলীপের প্রশ্ন
‘’পুলিশ কি করেছে? যেদিন কসবা ডি আই অফিস ঘেরাও হল সেদিন আমরা পুলিশের কি রূপ দেখেছি? ওটা কি শিক্ষকদের পাওনা? জুতো লাথি লাঠি? তাদের চাকরির প্রশ্ন। তারা তো এখন সবকিছু করতে মরিয়া। তাদের প্রভোক করছেন কেন?''
মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব নিয়ে দিলীপের মন্তব্য
বুধবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃ ভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আরও বলেন, ''যেকোনো একটা নাম জুড়ে দিলেই হল। মুর্শিদাবাদে বহিরাগত তত্ব। এখানে বহিরাগত তত্ব। আপনি কি করছেন? যান খুঁজে খুঁজে ওদের মধ্যে থেকে বহিরাগত বার করে আনুন। সেটা তো সরকারের দায়িত্ব। অসফল শাসকের বিভ্রান্তিমূলক কথাবার্তা এগুলো।''
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক কথাবার্তার অভিযোগ
ওয়াকফ ইস্যুতে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলার জাফরাবাদ। সেখানে অশান্তির ঘটনার বহিরাগত তত্ত্ব খাড়া করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবাপর বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ নিয়েও বাইরে থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করা হচ্ছে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলার অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
দীঘা যাওয়ার পর থেকেই রাজনীতিতে ব্রাত্য দিলীপ?
বর্তমানে বিজেপির কোনও কর্মসূচিতে ডাক পাচ্ছেন। যদিও বিজেপির অন্দরে গুঞ্জন কেন্দ্রের নেতারাই আপাতত দিলীপ ঘোষকে কোনও বৈঠকে ডাকতে নিষেধ করেছে।
বিজেপির কোনও কর্মসূচিতেই নেই দিলীপ ঘোষ?
দিলীপ ঘোষের দিঘা যাত্রার পর রাজ্য বিজেপির সবথেকে বড় বৈঠক ছিল গত ৬ মে। কেন্দ্রীয় পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। রাজ্যের প্রথম সারির নেতানেত্রীদের সঙ্গে আলাদ আলাদা করে কথাও বলেছিলেন। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না প্রাক্তন এই বিজেপি সাংসদ
ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিয়েও সরব দিলীপ ঘোষ
তিনি বলেন, ‘’দেশে যখনই এই ধরনের দেশ বিরোধী গতিবিধি হয় তখনই তারা পালিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। আল কায়দা পাঞ্জাবের জঙ্গি সিমি জামাত মডিউল। সবাই এখানে চলে আসে। এখান থেকে আধার কার্ড রেশন কার্ড বানিয়ে অন্য রাজ্যে গিয়ে উৎপাত করে। যা কিছু দেশবিরোধী তার সঙ্গে বাংলার লিঙ্ক জুড়ে যায়। এখানকার সরকার এই ধরনের দেশবিরোধী শক্তি কে এখানে শেল্টার দেয়। একটা মেসেজ দিয়ে দেওয়া হয়, আমরা আছি। এসো তোমরা।''

