রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফ
দীর্ঘদিন সম্পর্ক ছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফের। একবার বিচের ধারে ফাঁস হয়েছিল তাঁদের গোপন ডেটিং-র ছবি। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও বিশেষ কারণে ভাঙে সেই প্রেম। পরে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। ও ভিকিকে বিয়ে করেন ক্যাট।