লম্বা উচ্চতার ছেলেদের প্রতি সব সময়ই মেয়েরা আকর্ষিত হয়। তেমনই নায়ক হতে হয় সু পুরুষ. সুঠাম দেহের অধিকারী ও সঠিক উচ্চতা সম্পন্ন।শারীরিক উচ্চতা সঠিক না হলে বাণিজ্যিক সিনেমায় সুযোগ মেলে না। আজ জেনে নিন বলিউডের কোন তারকার উচ্চতা কত।
শাহরুখ খানের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। ১৯৯২ সালে দিওয়ানা ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি। একের পর এক হিট দিয়েছেন তিনি। বর্তমানে তিনি বলিউডের সেরা নায়কের তালিকার শীর্ষস্থানে আছেন।
213
সলমন খান
সলমন খানের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। পঞ্চাশের ঘরে পা রাখলেও এখনও বাণিজ্যিক ছবিতে হিরো হিসেবে নজর কাড়েন সলমন। তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর।
313
আমির খান
আমির খানের উচ্চতার ৫ ফুট ৬ ইঞ্চি। শিশু শিল্পী হিসেবে এক সময় কাজ করেছিলেন তিনি। তারপর ১৯৮৮ সালে মুক্তি পাওয়া কেয়ামত সে কেয়ামত তক ছবি দিয়ে অভিনেতা হিসেবে সকলের নজর কাড়েন। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
413
অক্ষয় কুমার
অক্ষয় কুমারের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। খানের পাল্লা দিয়ে তিনি বলিউডের খিলাড়ি কুমারের নামে খ্যাতি পেয়েছেন। তাঁর কেরিয়ারে হিট ছবির রয়েছে অসংখ্য।
513
হৃতিক রোশন
হৃতিক রোশনের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। ২০০০ সালে কহো না পেয়ার হ্যায় ছবি দিয়ে বলিউডে পা রাখেন হৃতিক রোশন। তিনি অভিনয় তো বটেই সঙ্গে নাচের কারণে বলিউডে খ্যাতি পেয়েছিলেন।
613
শহিদ কাপুর
শহিদ কাপুর অভিনীত হিট ছবির তালিকা আছে অসংখ্য। তিনি বলিউডে পা দিয়েছেন বহুদিন হল। এক সময় চকোলেট বয় ট্যাগ পেয়েছিলেন শাহিদ কাপুর। শহিদ কাপুরের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
713
সইফ আলি খান
সইফ আলি খানের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। অভিনয় জগতে একের পর এক হিট দিয়েছেন সইফ। ব্যক্তিগত জীবন হোক কিংবা কাজ- নানান কারণে প্রায়শই খবর থাকেন সইফ আলি খান। বর্তমানে তাঁর মেয়ে সারা আলি খান জমিয়ে কাজ করছেন বলিউডে।
813
রণবীর কাপুর
কাপুর পরিবারের সদস্য রণবীর কাপুর। ঋষি কাপুর ও নীতুর পুত্র সে। রণবীর কাপুরের উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। গত বছর আলিয়া ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন রণবীর কাপুর।
913
রণবীর সিং
কেরিয়ারে একের পর এক সফল হয়েছেন রণবীর সিং। তাঁর উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। ব্যক্তিগতজীবনে দীপিকার সঙ্গে সংসার পেতেছেন রণবীর সিং।
1013
জন আব্রাহাম
ধুম থেকে সত্যমেব জয়তের মতো একাধিক ছবিতে কাজ করেছেন জন আব্রাহাম। কেরিয়ার শুরু করেন ২০০৩ সালে। জিসম ছবি দিয়ে ডেবিউ জনের। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতা জন আব্রাহামের।
1113
ইমরান হাসমি
ইমরান হাসমির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। বলিউডে ডেবিউ করেন ২০০৩ সালে। তারপর মার্ডার, গ্যাংস্টার, রাজ থেকে আজহারের মতো বহু ছবিতে কাজ করেছেন। সদ্য টাইগার ৩-ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
1213
অর্জুন কাপুর
বনি কাপুরের পুত্র অর্জুন কাপুর। বলিউডে অভিনেতা হিসেবে বেশ নাম করেছেন ইতিমধ্যে। কাজ ছাড়াও মালাইকা আরোরার সঙ্গে সম্পর্কের কারণে খবরে আসেন অর্জুন কাপুর। তাঁর উচ্চতা ৬ ফুট।
1313
বরুণ ধাওয়ান
বলিউডের অন্যতম অভিনেতা বরুণ ধাওয়ান। কেরিয়ারের শুরু থেকেই একের পর এর হিট দিয়ে গিয়েছেন। কাজ করেছেন বহু অভিনেতার সঙ্গে। তাঁর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।