Saif Ali Khan: সইফের ফ্ল্যাটে কী কী রয়েছে? ঘর থেকে সুইমিং পুল- তালিকা বেশ লম্বা

সইফ আলি খান ও করিনা কাপুর খান মুম্বইয়ের অভিজাত বান্দ্রা পশ্চিম এলাকায় থাকেন। ১২ তলার ফ্ল্যাট বাড়ির ৮ তলায় পরিবার নিয়ে থকেন সইফ আলি খান।

 

১৬ জানুয়ারি ভোরবেলা সফই আলি খানের ওপর হামলা চালায় দুষ্কৃতী। সেই দুষ্কৃতীর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৫৪ বছর বয়সী অভিনেতার চিকিৎসা চলছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, সইফের ঘাড়, মেরুদণ্ড, হাতের আঘাত গুরুতর। তিনি এখন বিপদমুক্ত ও সুস্থ রয়েছে। কিন্তু যে বাড়িতে তাঁর ওপর হামল হয়েছে সেই বাড়িটিও বিলাসবহুল। সেখানে কী কী রয়েছে- জানলে চোখ কপালে উঠবেই।

সইফ আলি খান ও করিনা কাপুর খান মুম্বইয়ের অভিজাত বান্দ্রা পশ্চিম এলাকায় থাকেন। ১২ তলার ফ্ল্যাট বাড়ির ৮ তলায় পরিবার নিয়ে থকেন সইফ আলি খান। ২০১৩ সালে ৪৮ কোটি টাকায় এই ফ্ল্যাটটি কিনেছিলেন সইফ। বর্তমান বাজারমূল্য ১০৩ কোটি টাকা। এই বাড়িতে রয়েছে একটি শরীরচর্চার ঘর। আর রয়েছে একটি গানবাজনার ঘর। সইফ আলির ফ্ল্যাটে রয়েছে নিজস্ব সুইমিং পুলও।

Latest Videos

 

 

বাড়ির প্রতিটি তলায় তিনটি বেডরুমের অ্যাপার্টমেন্ট রয়েছে। তবে তাদের রয়েছে ৫টি ঘর। ফ্ল্যাটটি প্রায় ৩ হাজার বর্গফুটের। সইফ ও করিনা তাদের সতগুরু শরণ বাড়িতে যাওয়ার আগে তারা ফরচুন হাইটস নামের একটি বাড়িতে থাকতেন। হামলার পরই সইফ আলি খানকে তাঁর বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সইফ ও করিনার বান্দ্রার বাড়িটি তাদের দম্পতির টেস্ট বা রুচির দুর্দান্ত প্রতিফলন। দুজনে মিলে সেটিকে খুব ভাল করে সাজিয়েছে। ফ্ল্যাটের অন্দর সজ্জা পুরোটাই ভিনটেজ, রাজকীয় সৌন্দর্যের প্রতিফলন। সইফ আলি খান, করিনার পতৌদি প্রাসাদ, ফরচুন হাইটসে একটি অ্যাপার্টমেন্ট, মুম্বাইতে দুটি বাংলো, সুইজারল্যান্ডে জিস্টাডে একটি বিলাসবহুল শ্যালেট রয়েছে। তারা সেখানে শীতকালীন ছুটিতে যান।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

মালিকের অজান্তেই হয়ে গেল জমি বিক্রি! জমি জালিয়াতির শিকার Rajarhat-এর বাসিন্দা | Kolkata News Today
Suvendu vs Mamata : স্যালাইন কাণ্ডে ডাক্তারদের দায়ী করলেন মমতা, 'মমতাই আসল দোষী' পাল্টা শুভেন্দুর
Mamata Banerjee Live: স্যালাইন কাণ্ডে ডাক্তারদের কাঠগড়ায় তুললেন মমতা, দেখুন সরাসরি
‘Mamata Banerjee-র ক্ষমতা থাকলে নিজের বাড়ির লোকদের জেলা হাসপাতালে পাঠান’ বিস্ফোরক Sukanta M
স্যালাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে পাল্টা দিলেন Sukanta Majumdar! দেখুন সরাসরি