সইফকে ভয়ঙ্কর ছুরিকাঘাত! খবর পেতেই সাবা আলি খানকে ফোন করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কে ঢুকেছিল বাড়িতে?

সইফকে ভয়ঙ্কর ছুরিকাঘাত! খবর পেতেই সাবা আলি খানকে ফোন করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কে ঢুকেছিল বাড়িতে?

সইফ আলি খানের উপ হঠাৎ আক্রমণ। এই নিয়ে টলিউডেও উদ্বিগ্ন বেশ কয়েকজন। এরমধ্যে অন্যতম হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্যারিস থেকে আসল ঘটনা জানতে সাবা আলি খানকে ফোন করলেন ঋতুপর্ণা। জানা গিয়েছে সাবার সঙ্গে প্রায়ই অভিনেত্রীর কথা হয়।

অবশ্য প্রথমে নাকি শর্মিলা ঠাকুরের সঙ্গে যোগাযোগ করেন অভিনেত্রী। তবে তাঁর তরফে প্রথমে উত্তর না মেলায় সাবার সঙ্গে যোগাযোগ করেন তিনি। এই মুহূর্তে লন্ডনে সাবা। সাবা ঋতুপর্ণাকে জানিয়েছেন, যে "এত দূরে থাকায় হাসপাতালে দাদার পাশে থাকা হল না। প্রায় আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পরে বর্তমানে বেশ অনেকটাই ভাল আছে সইফ।" তবে নিশ্চিন্ত হতে পারছেন না সাবা। বাড়ির মধ্যে এই ঘটনা কী করে ঘটল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি।"

Latest Videos

জানা গিয়েছে বুধবার রাত ২টো নাগাদ সইফ করিনার বাড়িতে ঢুকে পরেন এক অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী। ওই দুষ্কৃতীরই ছুরির আঘাতে গুরতর আহত হন সইফ। মোট ৬ জায়গায় আঘাত লাগে। পরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় সইফের।

এই প্রসঙ্গে মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, সইফ আলি খানের বাড়ি থেকে বেরোনোর জন্য এমার্জেন্সি গেট ব্যবহার করেছিল দুষ্কৃতী। চুরির উদ্দেশ্যেই সবাড়িতে ঢুকেছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে এখনও ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা যায়নি বলে খবর।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : 'এই বাচ্চার দায়িত্ব আমার', স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে গিয়ে বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: স্যালাইন কাণ্ডে মৃত মহিলার বাড়িতে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কী হবে যদি লক্ষ্মীকে কেঁড়ে নেন' মমতাকে আক্রমণ শুভেন্দুর
‘Mamata Banerjee-র ক্ষমতা থাকলে নিজের বাড়ির লোকদের জেলা হাসপাতালে পাঠান’ বিস্ফোরক Sukanta M
নিজের বাড়িতেই আক্রান্ত Saif Ali Khan! কেমন আছেন Bollywood অভিনেতা? | Saif Ali Khan News Today