বলিউডের বাদশা শাহরুখ খানকে নিয়ে নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয় লীলা বনশালি। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, শাহরুখ খানের সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন বনশালি।
সঞ্জয় লীলা বনশালি মানেই নতুন কোনও চমক। বরাবরই দর্শকদের জন্য নয়া নয়া চমক নিয়ে হাজির হন চলচ্চিত্র পরিচালক। 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' থেকে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' একাধিক পিরিয়ড ড্রামা উপহার দিয়েছেন বনশালি। এবার হীরামন্ডি ছবিতে চমক দিতে চলেছেন পরিচালক। তবে প্রতিটা ছবিতেই ইতিহাস বিকৃত করার অভিযোগ উঠেছে বনশালির বিরুদ্ধে। হীরামন্ডিতে সেই অভিযোগ উঠেছে। তবে পরিচালক জানিয়েছেন, পুরো তথ্যা জেনেই ছবি তৈরি করা হচ্ছে,বাকিটা তার কল্পনা। গত ১৪ বছর ধরে এই সিরিজ তৈরির জন্য কাজ করে চলেছেন সঞ্জয় লীলা বনশালি। আট এপিসোডের এই সিরিজ শীঘ্রই মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে।
এবার বলিউডের বাদশা শাহরুখ খানকে নিয়ে নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয় লীলা বনশালি। বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, শাহরুখ খানের সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন বনশালি। সম্প্রতি একটি নতুন গল্প মাথায় এসেছে যার জন্য শাহরুখ খানকেই প্রথম পছন্দ হয়েছে বনশালির। আসলে 'পাঠান'-এর সাফল্যের পর থেকেই শাহরুখকে নিয়ে চর্চা শুরু হয়েছে টিনসেল টাউনে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। ২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। ৪ বছর পর ধামাকাদার কামব্যাকে বড়সড় টেক্কা দিলেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ছবি নিয়ে সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে। শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। অতীতের একাধিক নজির ভেঙে দিয়েছে শাহরুখের ছবি। শাহরুখের মতো দ্বিতীয় একজন যে ইন্ডাস্ট্রিতে আর কেউ নেই, তা প্রমাণ করে দিয়েছেন কিং খান।
সূত্রের খবর, শাহরুখ ছাড়াও সলমন খানের নামও শোনা যাচ্ছে। শাহরুখের সঙ্গে এই মুহূর্তে সিনেমা করার জন্য প্ল্যানও করে ফেলেছেন সঞ্জয় লীলা বনশালি। বাদশা ও সলমনের সঙ্গে সঞ্জয় লীলা বনশালির ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে। আবারও বনশালির হাত ধরে দুর্দান্ত এক গল্প উঠে আসবে টেলিভিশনের পর্দায়। বর্তমানে কানাঘুষোয় শোনা যাচ্ছে, পরিচালক এতদিনে ধরে যে ছবি বানানোর কথা ভাবছিলেন সেই ভাবনা নাকি আপাতত স্থগিত রেখেছেন। কানাঘুষোয় শোনা যাচ্ছে, ১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত মীনা কুমারীর ক্লাসিক ছবি বাইজু বাওরার রিমেক বানানোর পরিকল্পনা করেছিলে পরিচালক। ছবির মুখ্য চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় করার নামও শোনা গিয়েছিল। তবে সেই ভাবনা বাদ দিয়েছেন। শোনা যাচ্ছে, বলিউডের বর্তমান যা পরিস্থিতি এবং যা ক্রাইসিসের মধ্যে দিয়ে গোটা ইন্ডাস্ট্রি সেখানে দাঁড়িয়ে বাইজু বাওরা ছবির জন্য ফান্ড পাওয়া যাচ্ছে না। এবং ছবিতে টাকা ঢালার জন্য এখনও কোনও প্রযোজককে পাওয়া যাচ্ছে না। আপাতত বনশালিকে নিয়ে জোর জল্পনা চলছে বলিপাড়ার অন্দরে।