নিতম্ব উঁচু করে এ কী করছেন সুহানা, হাঁটার ধরন দেখে মালাইকার সঙ্গে তুলনা টানলেন নেটিজেনরা

স্কিনফিট গাউন, হাই হিলস পরে নজর কেড়েছেন সুহানা। মুহূর্তে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এবার মালাইকার আরোরার সঙ্গে তুলনা টানা হল সুহানা খানের।

বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরাকে নিয়ে চর্চা চলতেই থাকে টিনসেল টাউনে। মালাইকার হাঁটাচলা থেকে পোশাক, সবকিছু নিয়েই ঠাট্টা, বিদ্রুপ লেগেই রয়েছে নেটদুনিয়ায়। তবে সমালোচনা পাত্তা দিতে মোটেই নারাজ। বরং সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিজের মতো থাকতেই বেশি ভালবাসেন। বয়সে ছোট অর্জুনের সঙ্গে প্রেম করেও নেটদুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মালাইকা আরোরা। এবার মালাইকা আরোরার সঙ্গে তুলনা টানা হল সুহানা খানের।

স্টারকিডের তকমা ঝেড়ে তিনি এখন লাস্যময়ী। শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিতে প্রস্তুত বছর ২১-র যুবতী সুহানা। শাহরুখ কন্যা সর্বদাই শিরোনামে থাকতে পছন্দ করেন। নিজের ফ্যাশন সেন্সের জন্য সর্বদাই চর্চায় থাকেন শাহরুখ কন্যা। তবে গ্ল্য়ামার জগতে পা রাখার আগেই ফের চর্চায় উঠে এলেন সুহানা। যত দিন যাচ্ছে ততই যেন চর্চায় উঠে আসছেন সুহানা খান। জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস'-এ আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা খান।

Latest Videos

 

 

সম্প্রতি শেষ হয়েছে 'দ্য আর্চিস'-এর শ্যুট। এই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুহানা। ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি। এর আগেও বেশ কিছু শর্টফিল্মে কাজ করেছেন সুহানা। বনি ও শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকেও ছবিতে দেখা যাবে। 'দ্য আর্চিস'-এর ব়্যাপ আপ পার্টির আয়োজন করেছিলেন পরিচালক-প্রযোজক। সেখানে হাজির হয়েছিলেন সুহানা খান। শুটিং শেষে ব়্যাপ আপ পার্টিতে লাল রঙের গাউন পরে হাজির হয়েছিলেন সুহানা । স্কিনফিট গাউন, হাই হিলস পরে নজর কেড়েছেন সুহানা। মুহূর্তে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা গেছে, গাড়ির দরজা খুলে বেরোচ্ছেন সুহানা, গাড়ি থেকে নেমে পোশাক ঠিক করছেন সুহানা, তারপরেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিয়ে ভিতরে ঢুকে যান অভিনেত্রী। কিন্তু ভিতরে ঢোকার সময় সুহানার হাঁটার ধরণ দেখেই চোখ আটকেছে নেটিজেনরা। সুহানার এই হাঁটার স্টাইল দেখে মালাইকার সঙ্গে তুলনা টেনেছেন নেটিজেনরা। হাঁটার স্টাইলের জন্য চরম ট্রোলড হয়েছেন সুহানা। সোশ্যাল মিডিয়ায় সুহানার এই হাঁটার স্টাইল দেখে জোর চর্চা শুরু হয়েছে। ভিডিওর কমেন্টে নেটিজেনরা লিখেছেন, ওরকমভাবে মালাইকার মতো হাঁটছো কেন? অপর একজন লিখেছেন- ছোটি মালাইকা। কেউ আবার বলেছেন-মালাইকা পার্ট ২। 'দ্য আর্চিস'-এর ব়্যাপ আপ পার্টিতে হাজির ছিলেন সুহানা খান, খুশি কাপুর, অগস্ত্য নন্দা, বেদাঙ্গ রায়না, মিহির আহুজা, যুবরাজ মেনডারা।

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts