অতীতের সমস্ত রেকর্ড ভেঙে 'সেরার সেরা' তকমা পেল 'পাঠান', কাদের হারিয়ে ফার্স্ট বয় হলেন শাহরুখ?

অতীতের একাধিক নজির ভেঙে দিয়েছে শাহরুখের ছবি 'পাঠান'। মাত্র ছয় সপ্তাহের মধ্যেই হিন্দি চলচ্চিত্রে সবচেয়ে সফল ছবির তকমা পেয়েছে এই ছবি। যা এতদিন পর্যন্ত ধরে রেখেছিল ‘বাহুবলি ২’। এবার সকলকে হারিয়ে সেরার শিরোপা পেল ‘পাঠান’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ছবি নিয়ে সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ছয় সপ্তাহের মধ্যে এটি বিশ্বব্যাপী ১০০০ কোটিরও বেশি টাকার উপর ব্যবসা করে ফেলেছে। শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। অতীতের একাধিক নজির ভেঙে দিয়েছে শাহরুখের ছবি ‘পাঠান’। মাত্র ছয় সপ্তাহের মধ্যেই হিন্দি চলচ্চিত্রে সবচেয়ে সফল ছবির তকমা পেয়েছে এই ছবি। যা এতদিন পর্যন্ত ধরে রেখেছিল ‘বাহুবলি ২’। এবার সকলকে হারিয়ে সেরার শিরোপা পেল ‘পাঠান’।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। ২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। ৪ বছর পর ধামাকাদার কামব্যাকে বড়সড় টেক্কা দিলেন শাহরুখ। এবার সপ্তাহের শেষে দর্শকদের জন্য আবারও খুশির খবর দিল পাঠান। এসএস রাজামৌলির 'বাহুবলী ২' ছবিটির হিন্দি ভার্সন ৫১০.৯৯ কোটি টাকার ব্যবসা করেছিল দেশের মধ্যে। এবার 'বাহুবলী ২'-কেও ছাপিয়ে গেল পাঠান। দেশের মধ্যেই এই ছবি ৫২৮.২৯ কোটি টাকার ব্যবসা করেছে। এবং বিশ্বব্যাপী ১০০০ কোটর অনেক বেশি ছাড়িয়ে গেছে।

Latest Videos

 

 

শনিবারের হোক বা রবিবার স্পাই ছবির কালেকশন চোখে পড়ার মতো। চুটিয়ে ব্যবসা করছে শাহরুখ-দীপিকার ছবি। ছবি মুক্তির পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে 'পাঠান'ছবির আয়। একেই বলে বৃহস্পতি তুঙ্গে। বক্স অফিসে যা ব্যবসা করছে তা অনেক ছবির ওপেনিং ডে-রও কালেকশন হয় না।'বাদশা ইজ ব্যাক', এটাই এখন সকলের মুখে মুখে। শাহরুখ মানেই টানটান উত্তেজনা। যা হাতে-কলমে প্রমাণ করে দিলেন বলিউডের কিং খান। ৪ বছর পর ধামাকাদার কামব্যাকে আমির-সলমন-হৃত্বিককেও বড়সড় টেক্কা দিলেন শাহরুখ,পাশাপাশি নিজের ছবি হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস-কেও বলে বলে গোল দিয়েছেন বলিউডের বাদশা। এমনকী স্পাই ইউনিভার্সের ছবির মধ্যে সকলকে পিছনকে ফেলে বলিউডে সফল ছবির তকমা পেল শাহরুখের পাঠান। শোনা যাচ্ছে, এরপর শাহরুখ খানকে দেখা যাবে টাইগার ৩ ছবিতে। যার শুটিং শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি। ছবির সাফল্যে দারুণ অফার নিয়ে এসেছেন নিমার্তারা। জানা গিয়েছে, চলতি মাসের ৩ থেকে ৫ মার্চের মধ্যে আপনি যদি পাঠান ছবির টিকিট কাটেন তাহলে আপনি আরও একটি টিকিট বিনামূল্যে পেয়ে যাবেন। মানে একটা টিকিট কাটলে আরেকটি টিকিট সম্পূর্ণ ফ্রি-তে পেয়ে যাবেন। এবং এক টিকিটেই দুজনে মিলে দেখে নিতে পারবেন শাহরুখের ব্লকব্লাস্টার ছবি। তবে এর জন্য পাঠান কোড ব্যবহার করতে হবে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today