রাতবিরেতে কিং খানের মন্নতের দেওয়াল টপকানোর চেষ্টা, মুম্বই পুলিশের হাতে আটক অজ্ঞাতপরিচয়ের দুই যুবক

Published : Mar 03, 2023, 06:42 PM IST
shahrukh khan film pthaan crosses 950 crore worldwide chases baahubali 2 domestic collection KPJ

সংক্ষিপ্ত

ঠিক কী কারণে তাঁরা মন্নতে প্রবেশ করার চেষ্টা করেছিল সেবিষয় এখনও কিছু পরিষ্কার করে জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই দুই যুবক শাহরুখ খানের ভক্ত হতে পারে। 

বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি থেকে রাতের অন্ধকারে প্রবেশ করলেন দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ মন্নতের দেওয়াল টপকে ঢুকে পড়ে দুই অজ্ঞাত পরিচয় যুবক। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। তবে সঙ্গে সঙ্গেই পুলিশ আটক করেছে দুই ব্যক্তিকে। জানা যাচ্ছে দুজনেই দেওয়াল টপকে শাহরুখ খানের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিল। মন্নতের দেওয়াল টপকে ভেতরে প্রবেশ করার সময় সেখানকার নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থল থেকেই দু'জনকে আটক করে পুলিশ। তাঁদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কিন্তু ঠিক কী কারণে তাঁরা মন্নতে প্রবেশ করার চেষ্টা করেছিল সেবিষয় এখনও কিছু পরিষ্কার করে জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই দুই যুবক শাহরুখ খানের ভক্ত হতে পারে।

বৃহস্পতিবার শাহরুখ খানের বাংলোর দেওয়াল টপকে ঢোকার চেষ্টা করেন বছর ১৯-২০-এর দুই যুবক। একজন পুলিশ কর্মকর্তা জানান এই দুই যুবক মন্নতে প্রবেশ করার সময় সেখানকার নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন। প্রসঙ্গত, সম্প্রতি আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন শাহরুখ পত্নী গৌরী খান। বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যা নিয়ে জল্পনা তুঙ্গে।

গৌরী খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৪০৯ (বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন) অধীনে মামলা দায়ের করা হয়েছে। কী এমন করলেন যে এফআইআর দায়ের করা হল গৌরীর নামে। সূত্রের খবর, অভিযোগটি মুম্বইয়ের বাসিন্দা যশবন্ত শাহ দায়ের করেছেন। কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী খান। অভিযোগকারী বলেছেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর গৌরী খানের দ্বারা প্রভাবিত হয়ে তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন। ৮৬ লক্ষ টাকা দেওয়ার পরও ফ্ল্যাটের চাবি মালিকের হাতে তুলে দিতে পারেননি গৌরী। লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি এলাকার তুলসিয়ানি গল্ফ ভিউতে অবস্থিত ফ্ল্যাটটি অন্য কাউকে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন যশবন্ত। গৌরী ছাড়াও তুলসিয়ানি কন্সট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডিরেক্টর মহেশ তুলসিয়ানি ও চিফ ম্যানেজিং ডিরেক্টর অনিল কুমার দুজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত এই বিষয় নিয়ে গৌরী কোনও মন্তব্য় করেননি।

আরও পড়ুন - 

FIR দায়ের হল গৌরী খানের বিরুদ্ধে, আইনি সমস্যায় জড়িয়ে পড়লেন শাহরুখ ঘরনি

পুত্রবধূ ঐশ্বর্যর পিছনে নিন্দা করেন শাশুড়ি জয়া, সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেন অমিতাভ ঘরনি

শরীর দেখিয়ে বিকিনি পরে হাঁটতে স্বচ্ছন্দ ছিলেন না ঐশ্বর্য, কী বলেছিলেন মিস ওয়ার্ল্ড আয়োজকদের

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত