১৯৮১ সালে ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় বলি অভিনেতা শাহিদ কাপুরের। আজ ৪২-শে পা দিলেন অভিনেতা। একদম অল্প বয়সেই কাজ শুরু করেন শাহিদ। অনেক হিট ছবি উপহার দেওয়া শাহিদের গত ১০ বছরে মাত্র ২টি ছবি ব্লকবাস্টার হিট। জন্মদিনে জেনে নিন শাহিদের সম্পত্তির পরিমাণ।
বলি অভিনেতা শাহিদ কাপুরের জন্য একটা সময় পাগল ছিলেন তরুণী। হাজারো তরুণীর ক্রাশ শাহিদ কাপুর সর্বদাই রয়েছেন শিরোনামে। জীবনে এসেছে একাধিক প্রেম,একাধিক সম্পর্কে জড়ালেও কোনওটাই পূর্ণতা পাই নি।
310
একদম অল্প বয়স থেকেই কাজ শুরু করেন শাহিদ কাপুর। অনেক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা। তবে গত ১০ বছরে মাত্র ২টি ছবি ব্লকবাস্টার হিট হয়েছে শাহিদের । তবে কোটি টাকার সম্পত্তি রয়েছে অভিনেতার।
410
সূত্রের খবর, শহিদ কাপুরের প্রায় ২৫৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এবং তিনি প্রতি মাসে প্রায় ২ কোটি টাকা আয় করেন এবং তার বার্ষিক আয় ২২ কোটি টাকা।
510
শাহিদ কাপুর বরাবরই বিলাসবহুল জীবনযাপন করেন। একটি ছবিতে কাজ করার জন্য প্রায় ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেতা। সম্প্রতি শাহিদ কাপুর তার নতুন অ্যাপার্টমেন্টে কিনেছেন, যার দাম প্রায় ৫৬ কোটি টাকা। স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে তিনি এই বাড়িটি সাজিয়েছেন।
610
গত ১০ বছরে শাহিদ কাপুরের কেরিয়ারে মাত্র ২ টি ব্লকবাস্টার ছবি রয়েছে। ব্লকবাস্টার ছবির মধ্যে রয়েছে কবির সিং এবং পদ্মাবত । এছাড়া তার অভিনীত অন্যান্য ছবিগুলো বেশ কিছু ফ্লপও হয়েছে। যেমন পদ্মাবত ৫৭১.৯৮ কোটি রুপি ব্যবসা করেছে, যেখানে কবির সিং বক্স অফিসে ৩৭৯ কোটি রুপি আয় করেছে। সেই সময়ে শাহিদের আর রাজকুমার, হায়দার, উড়তা পাঞ্জাব ছবিগুলো ছিল খুব বেশি ব্যবসা করতে পারেনি।
710
গত ১০ বছরে শাহিদ কাপুর একাধিক ছবি করেছেন। তার মধ্যে ফাটা পোস্টার নিখলা হিরো (৩৬.৫৩ কোটি), শানদার (৪৩.১৩ কোটি), রেঙ্গুন (২০.৬৮কোটি), বাত্তি গুল মিটার চালু (৩৭.৭৩কোটি) এবং জার্সি (১৯.৬৮ কোটি) ছবিতে অভিনয় করেছেন। কোনওটাই বক্সঅফিসে ভাল ব্যবসা করতে পারেনি।
810
শাহিদ কাপুরের গাড়ির তালিকাও বেশ দীর্ঘ। গাড়ি তার খুব শখের। অভিনেতার গাড়ির তালিকায় রয়েছে মার্সিডিজ বেনজ এস যার দাম প্রায় ২.৭৯ কোটি টাকা। এছাড়াও রয়েছে জাগুয়ার এক্সকেআর যার দাম ১.২ কোটি। মার্সিডিজ বেনজ এমএল ক্লাস যার দাম ৭৯ লক্ষ টাকা, মার্সিডিজ এএমজি এস৪০০ যার দাম ১.২৮ কোটি টাকা।
910
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। ২০১৫ সালে নিজের চাইতে বেশ অনেকটাই ছোট মীরাকে বিয়ে করেন শাহিদ। বিয়ের পাঁচ বছরের মাথায় দুই সন্তানের বাবা -মা হয়েছেন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। অভিনয়ে না এলেও বলি তারকাদের টক্কর দিতে প্রস্তুত শাহিদ পত্নী মীরা রাজপুত।
1010
কবীর সিং অভিনেতাকে শেষবারের মতো 'জার্সি' ছবিতে দেখা গেছে। তবে সেই ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারিনি। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে হাতেখড়ি হয়েছে শাহিদের। অ্যামাজন প্রাইমের 'ফারজি' ওয়েবসিরিজে ফাটিয়ে অভিনয় করেছেন শাহিদ কাপুর। অভিনেতার প্রশংসা করেছেন ভক্তরা। এছাড়াও ব্লাডি ড্যাডি-তে দেখা যাবে শাহিদ কাপুরকে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।