সদ্য শার্লিন চোপড়া জানান, তাঁকে মহেশ ভাট ও রাম গোপাল বর্মা বলেছিলেন, ‘তুম মে উই নমকিন-ই নেহি হ্যায়। ওত বাত নেহি হ্যায়।’ অর্থাৎ তাঁর মধ্যে তেমন মুচমুচে ব্যাপার নেই। তাঁকে মহেশ ভাট ও রাম গোপাল বর্মার বলেছিলেন, ‘নোনতা চাই বুঝলে, এখনও সারা দুনিয়ায় আমরা সোডিয়াম নিয়ে চলেছি।’