বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলিবৃষ্টি, দায় স্বীকার করল গোল্ডি ব্রার গ্যাং

Published : Sep 13, 2025, 12:06 PM IST
How to style jewellery like Disha Patani – Gen Z’s ultimate guide

সংক্ষিপ্ত

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালনার ঘটনা ঘটেছে বরেলিতে। হিন্দু ধর্মাবলম্বী সাধুদের অপমান করার প্রতিশোধ হিসেবে এই হামলা হয়েছে বলে দাবি গোল্ডি ব্রার গ্যাং-এর। দিশার বোন, অবসরপ্রাপ্ত মেজর খুশবু পাটানির মন্তব্যের জেরেই এই হামলা বলে অভিযোগ।

ফের নিশানায় বলিউড। বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে চলল গুলি। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরপ্রদেশের বরেলিতে। ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন দিশা পাটানি। যার জেরে এই হামলা হয়েছে।

২৯ জুলাই দিশা পাটানির বোন, অবসরপ্রাপ্ত মেজর খুশবু পাটানি প্রেমানন্দ মবারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে মন্তব্য করেন। মহিলাদের সম্পর্কে ওই সন্তদের বক্তব্যের বিরুদ্ধে সরব হন। পরে সেই পোস্ট মুছে ফেলেন। কিন্তু, আপাতভাবে পরিস্থিতি শান্ত বলেও শুক্রবার দিশা পাটানির বাবা প্রাক্তন পুলিশকর্তা জগদীশ পাটানির বাড়িতে হয় হামলা। বাইকে করে এসে কয়েকজন এলোপাথাড়ি গুলি ছোড়ে বলে অভিযোগ। তবে হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এই হামলার পর গোল্ডি ব্রার গ্যাং-র সদস্য রোহিত গোদারা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে হামলার দায় স্বীকার করেছে। ফেসবুকে লেখা হয়, সন্ত প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্যের বিরুদ্ধে মন্তব্য করা হয়েছে তার পালটা দিশার বোন এবং সেনাকর্তা মেজর খুশবু পাটনির উদ্দেশে এই হামলা। এই পোস্টে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে যদি কেউ ধর্ম বা সাধু সন্তদের বিরুদ্ধে মন্তব্য করেন, তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে।

এর আগেও বলিউড তারকাদের বাডিতে হামলার খবর এসেছে সামনে। তাদের নিরাপত্তা নিয়ে বারে বারে উঠেছে প্রশ্ন। ক'মাস আগে সইফ আলি খানের বাড়িতে হামলা হয়। সে সময় আহত হন অভিনেতা। কদিন হাসপাতালে ভর্তিও ছিলেন। তেমনই সলমন খানের সঙ্গে লরেন্স বিষ্ণোই-র সম্পর্কের কথা সকলেরই জানা। এক সময় সলমন নিজের নিরাপত্তারক্ষীর সংখ্যাও বৃদ্ধি করেছিলেন লরেন্স বিষ্ণোই-র জন্য। এবার জটিলতার মুখে দিশা পাটানির পরিবার। দিশার উত্তরপ্রদেশের বরেলির বাড়িতে চলল গুলি। তবে হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মুক্তি পেল বর্ডার ২ ছবির টিজার, সানি দেওল প্রস্তুত ধামাকা দিতে, রইল টিজারের চমক
বিয়ের পরেই ভাইরাল সামান্থার সেই পুরোনো মন্তব্য, জেনে নিন কী বলেছিলেন নায়িকা