ধবধবে সাদা চিকনকারির পাঞ্জাবি-পাজামায় বরবেশে প্রকাশ্যে এলেন জ়াহির। সইসাবুদের পর অর্ধাঙ্গিনীর হাতে চুম্বন এঁকে দিলেন জ়াহির। সোনাক্ষীও জ়াহিরকে আলিঙ্গন করে ভাসলেন আবেগে।
58
রিসেপসানে জমকালো সোনাক্ষীরা
নবদম্পতি দাদারের বাস্তিয়ানে একটি জমকালো সংবর্ধনার আয়োজন করেছিলেন।
68
লাল শাড়িতে সোনাক্ষী
রিসেপশনের পার্টির জন্য একটি টকটকে লাল শাড়ি পরেন সোনাক্ষী। কপালে জ্বল জ্বল ককছিল লাল সিঁদুর। হাতে ছিল লাল চুড়ি। মনমোহিনী হয়ে পড়েন সোনাক্ষী।
78
ছিমছাম পোশাকে জাহির
বিয়ের মত রিসেরশনে সাদা কুর্তা পরেছিলেন জাহির। সংবাদ মাধ্যমের জন্য পোজও দেন।
88
অতিথি তালিকা
সোনাক্ষী সেলিব্রিটি। পরিবারের সদস্যদের সঙ্গে রিসেপশনে উপস্থিত ছিলেন বলিউডের সেলিব্রিটিরাও। মেয়ের বিয়েতে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়েন এই রাজ্যের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।