Sonakshi Sinha: ধবধবে সাদা শাড়ি পরে বিয়ে করলেন সোনাক্ষী, জাহিরের সঙ্গে পার্টিতে এলেন সম্পূর্ণ লুক বদলে

রবিবার বিয়ে করে ফেললেন শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা। বান্দ্রার অ্যাপার্টমেন্টেই ঘরোয়া অনুষ্ঠানেই হয় বিয়ে। কিন্তু বলিউড ডিভার বিয়ে নিয়ে যথেষ্ট উন্মাদনা ছিল।

 

Saborni Mitra | Published : Jun 23, 2024 5:41 PM IST / Updated: Jun 23 2024, 11:28 PM IST
18
সোনাক্ষীর বিয়ে

সোনাক্ষী সিনহা রবিবার মুম্বাইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্টে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে জহির ইকবালকে বিয়ে করেছিলেন। বিশেষ বিবাহ আইনে বিয়ে করেন তাঁরা।

28
সাদা শাড়িতে সোনাক্ষী

ধবধবে কনের সাজে দেখা যায় সোনাক্ষীকে। জাহিরের পরনেও ছিল ধবধবে সাদা কুর্তা আর পাঞ্জাবী।

38
চিকনের শাড়িতে সুন্দরী সোনাক্ষী

নববধূর পরনে চিকনকারি নকশার অফহোয়াইট শাড়ি। শাড়ির সঙ্গে রং মিলিয়ে থ্রি কোয়ার্টার হাতা ব্লাউজ। গলায় চওড়া কুন্দনের নেকলেস। কানে ঝোলা দুল। খোঁপায় সাদা ফুল জড়ানো। দু'হাতে সোনালি চুড়ি। কপালে পাথরের ছোট্ট টিপ। ছিমছাম সাজেই বিয়ে করেন নায়িকা।

48
জাহিরে পোশাক

ধবধবে সাদা চিকনকারির পাঞ্জাবি-পাজামায় বরবেশে প্রকাশ‍্যে এলেন জ়াহির। সইসাবুদের পর অর্ধাঙ্গিনীর হাতে চুম্বন এঁকে দিলেন জ়াহির। সোনাক্ষীও জ়াহিরকে আলিঙ্গন করে ভাসলেন আবেগে।

58
রিসেপসানে জমকালো সোনাক্ষীরা

নবদম্পতি দাদারের বাস্তিয়ানে একটি জমকালো সংবর্ধনার আয়োজন করেছিলেন।

68
লাল শাড়িতে সোনাক্ষী

রিসেপশনের পার্টির জন্য একটি টকটকে লাল শাড়ি পরেন সোনাক্ষী। কপালে জ্বল জ্বল ককছিল লাল সিঁদুর। হাতে ছিল লাল চুড়ি। মনমোহিনী হয়ে পড়েন সোনাক্ষী।

78
ছিমছাম পোশাকে জাহির

বিয়ের মত রিসেরশনে সাদা কুর্তা পরেছিলেন জাহির। সংবাদ মাধ্যমের জন্য পোজও দেন।

88
অতিথি তালিকা

সোনাক্ষী সেলিব্রিটি। পরিবারের সদস্যদের সঙ্গে রিসেপশনে উপস্থিত ছিলেন বলিউডের সেলিব্রিটিরাও। মেয়ের বিয়েতে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়েন এই রাজ্যের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা

Share this Photo Gallery
click me!

Latest Videos