১৫০ কোটি মূল্যের প্রাসাদোপম বাড়ি, মা ও বাবাকে রাজকীয় উপহার দিলেন ধনুশ

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধনুশ সর্বদাই থাকেন খবরের শিরোনামে। ব্যক্তিগত জীবনের কারণে সর্বদাই পেজ থ্রির শিরোনামে থাকেন অভিনেতা। সম্প্রতি মা ও বাবাকে প্রাসাদোপম বাড়ি উপহার দিয়ে শিরোনামে উঠে এলেন ধনুশ। একঝলকে দেখে নিন বিলাসবহুল অন্দরমহলের ছবি।

Web Desk - ANB | Published : Feb 20, 2023 4:39 PM
19

মা ও বাবাকে রাজকীয় উপহার দিলেন অভিনেতা ধনুশ। ব্যক্তিগত জীবনের কারণের জন্য নয় বরং প্রাসাদোপম বাড়ি উপহার দিয়ে শিরোনামে উঠে এলেন ধনুশ। 
 

29

বাবা কস্তুরিরাজা ও মা বিজয়লক্ষ্মীকে প্রাসাদোপম বাড়ি উপহার দিলেন তামিল সুপারস্টার ধনুশ। সম্প্রতি সেই বাড়ির ছবি প্রকাশ্যে এসেছে, যা মুহূর্তে ভাইরাল হয়েছে।

39

চেন্নাইয়ের পোসেজ গার্ডেন এলাকায় নতুন বাড়ি কিনেছেন তামিল সুপারস্টার ধনুশ। সপরিবারে ভাইরাল হয়েছে অভিনেতার ছবি। জানা গিয়েছে ধনুশের  যেখানে বাড়িটি কিনেছেন সেখানে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার একটি বাংলো রয়েছে।

49

সূত্র থেকে জানা গেছে বাবা কস্তুরিরাজা ও মা বিজয়লক্ষ্মীকে যে প্রাসাদোপম বাড়িটি  উপহার দিয়েছেন ধনুশ তার দাম প্রায় ১৫০ কোটি টাকা। বিলাসবহুল বাড়ির ঝলক প্রকাশ্যে এসেছে।
 

59

অভিনেতা ধনুশের সোশ্যাল মিডিয়া ফ্যানপেজ থেকে ছবি শেয়ার করা হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে পুরো পরিবারের সঙ্গে দেখা গিয়েছে ধনুশকে।  তবে অভিনেতাকে দেখে একঝলকে চেনা দায়।

69

নীল রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা পরে দেখা গিয়েছে ধনুশকে। তবে এক গাল ভর্তি দাঁড়ি ও মাথায় বড় বড় চুলে ধনুশকে চেনাই যাচ্ছে না। এমন খুশির দিনে বাবা ও মার পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন নায়ক।

79


অভিনেতা -পরিচালক ও ধনুশ ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট সুব্রহ্মণ্যম শিবা এই খবর প্রথম প্রকাশ্য এনেছেন। বাড়ির গৃহপ্রবেশের ছবিতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

89

শিবা টুইটে জানিয়েছেন, আমার ছোট ভাই ধনুশের নতুন বাড়ি আমাকে মন্দিরের অনুভূতি দিচ্ছে। নিজের জীবনে মা ও বাবাকে একটি স্বর্গের মতো বাড়ি দিয়েছে।
তোমার  আরও সাফল্য ও জয় হোক। দীর্ঘজীবি হও। মা ও বাবাকে সম্মানের বিষয়ে আগামী প্রজন্মের অনুপ্রেরণা হয়ে  ওঠো।

99

ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, শেষবারের মতো বাথি ছবিতে দেখা গিয়েছে ধনুশকে। যা ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। এবং মুক্তির প্রথম দু-দিনেই বক্স অফিসে ২০ কোটিরও বেশি আয় করেছে। জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ধনুশ ও ঐশ্বর্যর বিবাহ-বিচ্ছেদ নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছিল। শোনা যাচ্ছে ফের এক হয়েছেন তারা দুই সন্তানদের জন্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos