
বলি তারকাদের প্রেম জীবন নিয়ে সকলের মনেই থাকে আগ্রহ। তাদের জীবনে প্রেম যেমন আসে বারে বারে তেমনই তা ভেঙেও যায়। এই সবই বারে বারে উঠে আসে খবরে। আর এই সকল খবর বিনোদনের রসদ জোগায় সাধারণের মনে। আজ রইল এক বিখ্যাত অভিনেতার কথা। যার প্রেম জীবনের কথা শুনলে চমকে যাবে।
এই তারকা নিজের মামার মেয়েকে বিয়ে করেন। ১২ সন্তানে বাবা তিনি। ৩ বার মুখ্যমন্ত্রী হয়েছেন। আর শেষ বিয়ে ৭০ বছর বয়সে। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে এই বিখ্যাত ব্যক্তি প্রসঙ্গে?
ইনি হলেন বিখ্যাত সুপারস্টার নন্দমুরি তারাকা রাম রাও। যদি জুনিয়র এনটিআরের দাদা। তিনি অভিয়ের পাশাপাশি বিখ্যাত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৮২ সালে তেলুগু দেশম পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মুখ্যমন্ত্রীও হন।
বিখ্যাত সুপারস্টার নন্দমুরি তারাকা রাম রাও সকলের আছে এনটিআর নামে পরিচিত। ১৯২৩ সালে ২৮ মে অন্ধ্র প্রদেশে তাঁর জন্ম হয়। ছোটবেলা কঠিন ভাবে কেটেছিল তাঁর। তিনি পড়াশোনার পাশাপাশি হোটেলগুলোতে দুধ বিক্রি করতেন। কলেজ শেষ করে সরকারি চাকরি পান। কিন্তু, অভিনয়ের প্রতি আলাদা টান ছিল তাঁর। যে কারণে ৩ সপ্তাহ চাকরি করে ছেড়ে দেন।
নন্দমুরি তারাকা রাম রাও তেলুগু ছবি মানা দেশম দিয়ে কেরিয়ার শুরু করেন। প্রায় ৩০০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। তিনি ১৭ বার শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেন।
তিনি তাঁর মামার মেয়েকে বিয়ে করেছিলেন। ২০ বছর বয়সে তার মামার মেয়ে বাসভ তারাকমকে বিয়ে করেন। তাদের ৮ সন্তান। ৪ মেয়ে এবং ৪ ছেলে। ৪৩ বছর বয়সে মারা যান বাসভ তারাকম। তারপর তেলেগু লেখিকা লক্ষ্মী পার্বতীকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করেন ৭০ বছর বয়সে। দুই বিয়ে নিয়ে তাঁর মোট ১২টি সন্তান। রাজনীতিতে নিজের পরিচয় গড়ে তুলেছেন নন্দমুরি তারাকা রাম রাও।। তিনি ১৯৮৩ থেকে ১৯৯৪ সালের মধ্যে তিনবার অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।