বক্স অফিস তোলপাড় করে এবার ওটিটি-তে 'স্ত্রী ২'! কবে, কোথায় মুক্তি পাচ্ছে এই ছবি? জেনে নিন

Published : Sep 28, 2024, 12:35 PM ISTUpdated : Sep 28, 2024, 01:16 PM IST

বক্স অফিস তোলপাড় করে এবার ওটিটি-তে 'স্ত্রী ২'! কবে, কোথায় মুক্তি পাচ্ছে এই ছবি? জেনে নিন

PREV
17
এবার ওটিটি-তে 'স্ত্রী ২'?

বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে 'স্ত্রী২'। এক টানা ৪২ দিন সেনিমা হলে চলেছে এই ছবি। সব মিলিয়ে প্রায় ৫৮০ কোটি টাকার ব্য়াবসা করেছে 'স্ত্রী ২'।

27
এবার ওটিটি-তে 'স্ত্রী ২'?

এবার ওটিটি-তেও দেখা যাবে এই ছবি। কোথায় কীভাবে দেখা যাবে এই ছবি?

37
এবার ওটিটি-তে 'স্ত্রী ২'?

শুক্রবার ২৭ সেপ্টেম্বর থেকে ওটিটি-তে দেখা যাচ্ছে স্ত্রী ২। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ছবি।

47
এবার ওটিটি-তে 'স্ত্রী ২'?

রেন্টাল নিলে ৩৪৯ টাকা ভাড়ার বিনিময়ে দেখা যাবে 'স্ত্রী ২' । ভাড়া নেওয়ার পরে ৪৮ ঘণ্টা পর্যন্ত দেখা যাবে।

57
এবার ওটিটি-তে 'স্ত্রী ২'?

তবে আগামী ১১ অক্টোবর থেকে বিনামূল্যে একবার সাবস্ক্রিপশনেই দেখা যাবে স্ত্রী ২

67
এবার ওটিটি-তে 'স্ত্রী ২'?

মুক্তির পর থেকে দারুণ রেকর্ড গড়েছে স্ত্রী ২। এই প্রথম কোনও হিন্দি ছবি মাত্র ৬ সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে।

77
এবার ওটিটি-তে 'স্ত্রী ২'?

৪২ দিন একটানা সিনেমা হলে চার পর দেশে মোট ৬০৭.০৭ কোটি টাকা ব্যবসা করেছে অন্যদিকে বিশ্বজুড়ে এই ছবির উপার্জন হয়েছে ৮৫১.০৩ কোটি টাকা।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories