জওয়ানকে টপকে গেল 'স্ত্রী ২', বড় পর্দার সাফল্যের পর ওটিটিতে আসছে ছবিটি

Published : Oct 01, 2024, 04:11 PM IST
জওয়ানকে টপকে গেল 'স্ত্রী ২', বড় পর্দার সাফল্যের পর ওটিটিতে আসছে ছবিটি

সংক্ষিপ্ত

জওয়ানকে টপকে বলিউড ছবি ওটিটিতে আসছে।

বলিউড ছবি 'স্ত্রী ২' ২০২৪ সালে কালেকশনের দিক থেকে প্রথম স্থানে। 'স্ত্রী ২' বিশ্বজুড়ে ৮৭০ কোটি টাকা আয় করেছে। এটি একটি বিরাট সাফল্য হিসেবেই দেখছেন ভারতীয় তারকারা। 'স্ত্রী ২' এবার ওটিটিতে আসছে বলে জানা গেছে।

অমর কৌশিক পরিচালিত এই ছবিটি অক্টোবর ১১ তারিখে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে বলে জানা গেছে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার ছবিগুলোর মধ্যে 'স্ত্রী ২' শীর্ষে রয়েছে। ছবিটির চিত্রগ্রহণ করেছেন জিশ্নু ভট্টাচার্য। শ্রদ্ধা কাপুর নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে রাজকুমার রাও ভিকি, অভিষেক বন্দোপাধ্যায় জানি, পঙ্কজ ত্রিপাঠি রুদ্র, অপারশক্তি খুরানা বিট্টু, আতুল শ্রীবাস্তব ভিকির বাবা, মুশতাক খান এমএলএ, আর্য সিং চিট্টি, আকাশ দাবাড়ে নরেন্দ্র এবং বিপাশা আরবিন্দ আনজু ভাবীর চরিত্রে অভিনয় করেছেন।

দীনেশ ভিজান এবং জ্যোতি দেশপাণ্ডে ছবিটি প্রযোজনা করেছেন। ছবিটি প্রায় ৫০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছিল। তাই কম দিনের মধ্যেই 'স্ত্রী ২' এর এই সাফল্যকে বিরাট বলে মনে করা হচ্ছে। ছবিটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে।

বলিউডে একটি কমেডি হরর ছবি হিসেবে 'স্ত্রী ২' তৈরি করা হয়েছে বলে জানা গেছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন নিরঞ্জন ভট্ট। রাজকুমার রাও ভিকির চরিত্রে অভিনয় করেছিলেন 'স্ত্রী' তেও। নায়িকা ছিলেন শ্রদ্ধা কাপুর। 'স্ত্রী' তখন প্রায় ১৮০.৭৬ কোটি টাকা আয় করেছিল। রাজকুমার রাও ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন আতুল শ্রীবাস্তব, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায়, ফ্লোরা সাইনি, বিজয় রাজ, আকাশ দাবাড়ে, অভিষেক সিং।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?