সমাজের বাঁধাধরা নিয়ম ভেঙে জাতপাত ও সমকামিতার গল্প নিয়ে আসছে Widow's Shadow! কবে মুক্তি পাচ্ছে নারীকেন্দ্রিক এই ছবি?

Published : Apr 12, 2025, 05:21 PM ISTUpdated : Apr 12, 2025, 05:25 PM IST

সমাজের বাঁধাধরা নিয়ম ভেঙে জাতপাত ও সমকামিতার গল্প নিয়ে আসছে Widow's Shadow! কবে মুক্তি পাচ্ছে নারীকেন্দ্রিক এই ছবি?

PREV
17

অসহায় মেয়েদের গল্প নিয়ে আসছে "উইডো'স শ্যাডো"(Widow's Shadow)। বাঁধা ধরা সমাজের নিয়ম কীভাবে এক নারীর জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলে তাই নিয়ে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। সমকামিতার গল্পকেও তুলে ধরেছেন পরিচালক।

27

চিরকাল মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সমাজের নিয়ম। সেই নিয়মকেই না চাইতেও মেনে চলতে হয়েছে মেয়েদের। মেয়েদের নীরব এই লড়াইয়ের গল্পই ফুটে উঠতে চলেছে এই ছবিতে।

37

৮২ মিনিটের এই ছবির প্রতিটা মুহূর্তের মধ্যে তুলে ধরা হবে মেয়েদের গল্প। বিশেষ করে গ্রামীণ এলাকার মেয়েদের কাহিনি। ছবিটি সিনেমাহলে মুক্তি পাচ্ছে আগামী ১৮ এপ্রিল।

47

সিনেমাটিতে রিচা শর্মা, শুভা মুদগল এবং কবিতা শেঠের গাওয়া কয়েকটি হৃদয় ভোলানো গানও রয়েছে। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ছবিটির ট্রেলার।

57

গল্পটি ইক্যুয়ালিটির প্রতিচ্ছবি তুলে ধরবে। পুরুষ শাসিত সমাজের একটা রূপ তুলে ধরতে চলেছে Widow's Shadow। এর পাশাপাশি তুলে ধরা হয়েছে সমকামিতাকেও।

67

ছবিটির প্রযোজনা করেছেন প্রযোজক: সুবীর দত্ত, শুভম নগর, সংকলিতা রায় ও সুমন অধিকারী।

77

Widow's Shadow-এর পরিচালক হলেন সুমন অধিকারী। ছবিটি প্রসঙ্গে প্রযোজক সুবীর দত্ত বলেছেন, "আমি বিশ্বাস করি সিনেমাটি লিঙ্গ উভয়েরই দেখা উচিত এবং সচেতনতা সৃষ্টি তৈরি করা উচিত এবং নারীর আবেগকে রক্ষা করা উচিত।"

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories