আথিয়া-রাহুলের বিয়ের আসর কবে বসছে, মুখ ফসকে এ কী বলে ফেললেল বাবা সুনীল

বলিউডের গ্র্যান্ড ওয়েডিং নিয়ে চর্চার শেষ নেই। টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ হতে না হতেই ফের রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে শোরগোল শুরু হয়েছে। তবে এই জল্পনার মধ্যেই মেয়ের বিয়ের খবর চেপে রাখতে পারলেন না সুনীল শেট্টি, মুখ ফসকে গোপন কথা ফাঁস করে দিলেন।

 

Web Desk - ANB | Published : Nov 20, 2022 3:56 AM IST
19

 গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি।
 

29

 টি২০ ওয়ার্ল্ডকাপের সফর শেষ হতে না হতেই  ফের রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে শোরগোল শুরু হয়েছে। তবে এই জল্পনার মধ্যেই মেয়ের বিয়ের খবর চেপে রাখতে পারলেন না  সুনীল শেট্টি, মুখ ফসকে গোপন কথা ফাঁস করে দিলেন।

39


আথিয়ার বিয়ে নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সুনীল শেট্টিকে। বরাবরই নিজের মতো করে তার জবাবও দিয়েছেন  সুনীল। তবে এই বিশেষ কারণেই নাকি মেয়ের বিয়ে দিতে পারছেন না সুনীল শেট্টি। সুনীলের জবাব শুনে সকলেই হতবাক হয়েছেন।

49

 কিছুদিন আগেই আথিয়ার বিয়ের জল্পনায় জল ঢেলে মুখ খুলেছিলেন সুনীল শেট্টি। ওয়েব শো ধারাভি ব্যাঙ্ক-এর লঞ্চ ইভেন্টে সুনীলকে প্রশ্ন করা হয় তার মেয়ে আথিয়া আর সুনীলের বিয়ে কবে হবে। যার জবাবে অভিনেতা জানান জলদি হোগি, জলদি।

59

সুনীলের এই মন্তব্য শোনার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। কবে বিয়ের পিঁড়িতে বসছে আথিয়া ও রাহুল? এর আগেও এই প্রশ্নের জবাবে সুনীল শেট্টি জানিয়েছিলেন,প্যাকড অ্যাপ শিডিউল রয়েছেন রাহুলের। এখন রাহুলের কোন ফাঁকা সময় নেই। আর ম্যাচের ফাঁকে দু-দিনের ছুটিতে বিয়ে করবেন না আথিয়া ও রাহুল। 

69

তবে বিয়ের সবকিছুই রেডি। বিয়ের ভেন্যুও ঠিক হয়ে গেছে আথিয়া ও রাহুলের। দেশে না বিদেশে কোথায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি, তা নিয়ে চলছে জোর জল্পনা। সূত্রের খবর বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসছে বিয়ের আসর।
 

79

বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিতে চান সুনীল। এবং পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান করতে চান রাহুল ও আথিয়া। সূত্রের খবর ইতিমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন।

89


ঘনিষ্ঠ সূত্র বলছে মুম্বইয়ের বান্দ্রার সাগরমুখী ফ্ল্যাটে নয়া সংসার পেতেছেন আথিয়া ও রাহুল। দুজনে নাকি চুটিয়ে লিভ-ইন করছেন। শোনা যাচ্ছে ওয়ার্ক শিডিউলের মধ্যেই ফাঁকা সময় বার করে বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি। ডিসেম্বর থেকে জানুয়ারির শুরুতেই বসবে বিয়ের আসর, তেমনটাই শোনা যাচ্ছে।
 

99

এক সাক্ষাৎকারে বিয়ে,লিভ-ইন নিয়ে মুখ খুলেছিলেন আথিয়া শেট্টিও। আথিয়া বলেছিলেন , তাকে নিয়ে যে ধরনের গুজব হচ্ছে তা দেখে হেঁসে উড়িয়ে দিয়েছেন তারা। শুধু এই নয়, কেএল রাহুলের সঙ্গে লিভ-ইন রিলেশন নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছিলেন আথিয়া। আথিয়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমি কোনও লিভ-ইনে থাকছি না। বাবা ও মায়ের সঙ্গে নতুন বাড়িতে থাকব। সুতরাং লিভ-ইন নিয়ে যারা এত মাতামাতি করছিলেন আশা করি তারা সকলেই উত্তর পেয়ে গেছেন। কেএল রাহুলের সঙ্গে  কবে বিয়ের পিঁড়িতে বসছেন? এই প্রশ্ন করা হলেই সটান এড়িয়ে গেছেন আথিয়া শেট্টি । তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই প্রশ্নের কোনও উত্তর দেবেন না তিনি। এগুলে দেখে আমি ক্লান্ত। লোকেরা যা খুশি ভাবতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos