সেজে উঠেছে খান্ডালার খামার বাড়ি, রাহুল-আথিয়ার বিয়ে নিয়ে বড় চমক দিলেন সুনীল শেট্টি

Published : Jan 23, 2023, 09:38 AM IST

আর মাত্র কিছুক্ষণ। ইতিমধ্যেই সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান- সেজে উঠেছে। ফার্ম হাউজে শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। নিজের হাতে সবটা খতিয়ে দেখছেন সুনীল। রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে এবার বড় চমক দিলেন সুনীল শেট্টি।

PREV
110

বলিউডের গ্র্যান্ড ওয়েডিং নিয়ে চর্চার শেষ নেই। দীর্ঘদিন ধরেই রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে উত্তেজনা শুরু হয়েছে।  সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান- সেজে উঠেছে।  শোনা যাচ্ছে,সোমবারই সাতপাকে বাঁধা পড়বেন রাহুল ও আথিয়া।

210

সূত্রের খবর, বিয়ের জন্য নিউজিল্যান্ড সিরিজ খেলছেন না রাহুল। দীর্ঘ দিনের প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলছেন তারকা ক্রিকেটার। সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি ২০২৩-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। 
 

310

গত কয়েকমাস ধরেই সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও কে এল রাহুলের বিয়ের চর্চা জোরকদমে চলছে। নিজের হাতে সবটা খতিয়ে দেখছেন আথিয়ার বাবা সুনীল শেট্টি। রাহুল ও আথিয়ার বিয়ে নিয়ে এবার বড় চমক দিলেন সুনীল শেট্টি।

410

বিয়ের প্রস্তুতির ঝলক পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েছে। খোলা আকাশের নীচে ফুল দিয়ে  সেজে উঠেছে বিয়ের মন্ডপ। সব মিলিয়ে যেন পুরোটা এক মায়াবী পরিবেশ।
 

510

আথিয়া ও রাহুলের বিয়েতে মোবাইল ফোন নিষিদ্ধ রাখা হয়েছে। যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন বর ও কনেকে দেখতে অনেকটাই কষ্ট করতে হবে। তবে এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে বড় সুখবর দিলেন সুনীল শেট্টি।
 

610

সুনীল শেট্টি জানান, মেয়ের বিয়ের পর আথিয়া ও রাহুলকে নিয়ে তিনি সকলের সামনে আসবেন। এবং বিয়ের পর্ব মিটলেই মেয়ে ও জামাইকে নিয়ে ক্যামেরায় পোজ দেবেন। সুনীলের এই মন্তব্যে মিডিয়ার সকলেই সুনীলকে শুভেচ্ছা জানিয়েছেন।

710

সুনীল শেট্টিও বলেন, আপনার যা ভালবাসা দেখিয়েছেন তাতে আমি ভীষণ আপ্লুত। এভাবেই পাশে থাকুন। মেয়ের বিশেষ দিনটা আরও সুন্দর করে তুলতে কোনও রকম ত্রুটি রাখতে চান না সুনীল তাই নিজে হাতে সবটা খতিয়ে দেখছেন অভিনেতা।

810

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, মাত্র ১০০ জনের উপস্থিতিতে বিয়ে সারবেন রাহুল ও আথিয়া। খুব বেশি লোকজন নিমন্ত্রিত থাকবে না।   রাহুল ও আথিয়ার ইন্ডাস্ট্রির বন্ধু এবং ক্রিকেট জগতের তারকাদের জন্য কিছুদিন পর রিসেপশনের আয়োজন করবেন।

910

ভারতীয় ক্রিকেট দলের ডান হাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার কে এল রাহুলের সঙ্গেই দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। বিদেশ নয় বরং সুনীল শেট্টির খান্ডালার বাংলো জাহান-এ বসছে বিয়ের আসর। 

1010

বিয়ের জন্য পাঁচতারা কোনও হোটেল নয়, বরং নিজের বাংলোতেই মেয়ের বিয়ে দিতে চান সুনীল। এবং পরিবারের সকল মানুষদের নিয়েই বিয়ের অনুষ্ঠান করতে চান রাহুল ও আথিয়া।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories