ফের বিয়ে করলেন সানি, দেখে নিন পাত্র কে, ভাইরাল হল সানির বিয়ের ছবি

Published : Nov 07, 2024, 06:17 PM IST

১৩ বছর আগে ড্যানিয়েল ওয়েবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানি লিওন। এবার মালদ্বীপে পুনর্বিবাহ করলেন তারা।

PREV
16

বলিউড অভিনেত্রী সানি লিওন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সাথে পুনর্বিবাহ করেছেন। ১৩ বছর আগে ড্যানিয়েল ওয়েবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানি লিওন। এবার মালদ্বীপে তার সাথে পুনরায় বিয়ে করলেন। 
 

26

নিশা, নোয়া এবং আশের - সন্তানরা এই বিবাহ অনুষ্ঠানের সাক্ষী ছিল। এই বিবাহ তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে দম্পতি জানিয়েছেন। উপেন্দ্র অভিনীত 'UI' সিনেমায় অভিনয় করেছেন সানি। ২০ ডিসেম্বর এই ছবি মুক্তি পাবে।

36

অভিনেত্রী সানি লিওন ছোটবেলায় অনেক অভাব অনটনের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। কানাডায় জন্মগ্রহণ করে সেখানেই শৈশব কাটিয়েছেন। তার মা ভারতীয় এবং বাবা কানাডিয়ান।

46

বিশ্বজুড়ে নীল ছবির তারকা হিসেবে পরিচিত সানি লিওন সম্প্রতি অনেকটাই বদলে গেছেন। কিছু বছর আগে তাকে কেবল 'সেক্স বোমা' হিসেবেই চিনতো সবাই। 

56

সানি লিওন আগের তুলনায় অনেক সম্মান অর্জন করেছেন। তার বহুমুখী ব্যক্তিত্ব এবং সমাজসেবা এর কারণ। কানাডার একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণকারী সানি লিওন ছাত্রী জীবনে বেকারিতে কাজ করতেন। 

66

ধনী হওয়ার স্বপ্ন দেখা সানি যখন বেকারির কাজে কম বেতন পেতেন, তখন পেট্রোল পাম্পে কাজ করেছেন। যেখানে বেশি বেতন সেখানেই কাজ করতেন। পরে একটি ম্যাগাজিনের প্রচ্ছদ ছবিতে ফটোশুট করে খ্যাতি অর্জন করেন।
 

click me!

Recommended Stories