"আজমল কাসবের ঘরে আমাকে রাখা হয়েছিল" অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন সুরজ পাঞ্চোলি

Published : May 28, 2025, 03:52 PM IST
Suraj Pancholi

সংক্ষিপ্ত

সুরজ পাঞ্চোলি সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর জেলবন্দি জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। মাত্র ২১ বছর বয়সে জিয়া খানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয়ে অর্থার রোড জেলের ‘আন্ডা সেল’-এ তাঁকে ২০ দিন বন্দি থাকতে হয়েছিল।

সুরজ পাঞ্চোলির জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে অন্যতম ছিল তাঁর জেলবন্দি অভিজ্ঞতা, যা তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন। তিনি জানান, মাত্র ২১ বছর বয়সে প্রেমিকা জিয়া খানের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় এবং অর্থার রোড জেলে ‘আন্ডা সেল’-এ রাখা হয়েছিল—যেখানে একসময় কসাবকেও রাখা হয়েছিল।

সুরজ পাঞ্চোলি সম্প্রতি ‘হিন্দি রাশ’ পডকাস্টে তাঁর জেলবন্দি জীবনের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “সবকিছুই যেন এক ধোঁয়াশার মধ্যে ছিল। তখন আমার বয়স মাত্র ২১। আমাকে অর্থার রোড জেলে পাঠানো হয়েছিল এবং রাখা হয়েছিল ‘আন্ডা সেল’-এ—সেই একই কক্ষে, যেখানে একসময় কসাবকে রাখা হয়েছিল। আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছিল, যেন আমি কোনো বড়সড় বিস্ফোরণ ঘটিয়েছি।”

সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি অভিনেত্রী জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে ২০ দিন জেলে থাকতে হয়েছিল। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে ২০২৩ সালে আদালত তাঁকে অভিযোগমুক্ত ঘোষণা করে। যদিও জিয়ার মা এখনও দাবি করে আসছেন যে, তাঁর মেয়ের মৃত্যুর পেছনে সুরজই দায়ী।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত