"ছোট স্কার্ট পরে গোটা ইউনিটের সামনে আমাকে বসে থাকতে বাধ্য করত" বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তনুশ্রী দত্ত

"ছোট স্কার্ট পরে গোটা ইউনিটের সামনে আমাকে বসে থাকতে বাধ্য করত" বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তনুশ্রী দত্ত

Anulekha Kar | Published : Aug 18, 2024 8:48 AM IST

তাঁর হাত ধরেই ভারতে প্রথম শুরু হয় মিটু আন্দোলন। নানা পটেকরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন তিনি। এরপর অনেকেই নিজের সঙ্গে হওয়া নিগ্রহের কথা বলার সাহস পান।

একেই আরজিকরকাণ্ড নিয়ে উত্তাল দেশ তারমধ্যেই বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন তনুশ্রী দত্ত। জনপ্রিয় ছবি ‘কাশ্মীর ফাইলস’ এর পরিচালক বিবেক।

Latest Videos

বিবেক সম্পর্কে তনুশ্রীর অভিযোগ, " শুটিংয়ের সময় তো ছোট পোশাক পরতেই হত, কিন্তু শট শেষ হওয়ার পরেও গা ঢাকা রাখতে দিতেন না বিবেক অগ্নিহোত্রী। এই মন্তব্যের পর থেকেই শোরগোল পড়ে যায় নেট মাধ্যমে।।

তনুশ্রী দাবি করেছেন যে ২০০৫ সালে ‘চকোলেট’ ছবির শুটিংয়ের সময় তাঁকে হেনস্থা করেন বিবেক।

অভিনেত্রী জানান, ভ্যানিটি ভ্যানে তাঁকে যেতে দিতেন না বিবেক, এ ছাড়াও অভিনেত্রী জানান, "শুটিংয়ের ফাঁকে ছোট পোশাকের উপর রোব পরে বসে থাকতাম কিন্তু বিবেক বলতেন খুলে ফেল, এখুনি শট হবে। ছোট স্কার্ট পরে গোটা ইউনিটের সামনে আমাকে বসে থাকতে বাধ্য করতেন বিবেক অগ্নিহোত্রী।”

Share this article
click me!

Latest Videos

'সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি গ্রেফতার হতেই কী মিটিং বাতিল?' প্রশ্ন তুললেন জুনিয়র ডাক্তাররা | RG Kar
দক্ষিণ ২৪ পরগনায় ভীষণ দুর্যোগ, উপকূলবর্তী এলাকায় মাইকিং সতর্কতা | Heavy Rain in South 24 Parganas
নাটক! মমতার খেলা ধরে ফেললেন লকেট! ঝড় তুলে যা বলে দিলেন, দেখুন | Locket Chatterjee | RG Kar Protest
'সবে দুজন গেল লম্বা হবে লাইন', সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির গ্রেফতারিতে মন্তব্য Sukanta Majumdar-এর
'Literally আমাদের ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে' বিস্ফোরক চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ | R G Kar Protest