"ছোট স্কার্ট পরে গোটা ইউনিটের সামনে আমাকে বসে থাকতে বাধ্য করত" বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তনুশ্রী দত্ত
তাঁর হাত ধরেই ভারতে প্রথম শুরু হয় মিটু আন্দোলন। নানা পটেকরের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন তিনি। এরপর অনেকেই নিজের সঙ্গে হওয়া নিগ্রহের কথা বলার সাহস পান।
একেই আরজিকরকাণ্ড নিয়ে উত্তাল দেশ তারমধ্যেই বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন তনুশ্রী দত্ত। জনপ্রিয় ছবি ‘কাশ্মীর ফাইলস’ এর পরিচালক বিবেক।
বিবেক সম্পর্কে তনুশ্রীর অভিযোগ, " শুটিংয়ের সময় তো ছোট পোশাক পরতেই হত, কিন্তু শট শেষ হওয়ার পরেও গা ঢাকা রাখতে দিতেন না বিবেক অগ্নিহোত্রী। এই মন্তব্যের পর থেকেই শোরগোল পড়ে যায় নেট মাধ্যমে।।
তনুশ্রী দাবি করেছেন যে ২০০৫ সালে ‘চকোলেট’ ছবির শুটিংয়ের সময় তাঁকে হেনস্থা করেন বিবেক।
অভিনেত্রী জানান, ভ্যানিটি ভ্যানে তাঁকে যেতে দিতেন না বিবেক, এ ছাড়াও অভিনেত্রী জানান, "শুটিংয়ের ফাঁকে ছোট পোশাকের উপর রোব পরে বসে থাকতাম কিন্তু বিবেক বলতেন খুলে ফেল, এখুনি শট হবে। ছোট স্কার্ট পরে গোটা ইউনিটের সামনে আমাকে বসে থাকতে বাধ্য করতেন বিবেক অগ্নিহোত্রী।”