ঈশান খট্টর ও তারা সুতারিয়া এখন তাদের নতুন গানের প্রোমোশনে ব্যস্ত। সম্প্রতি তাদের ইন্ডিয়ান আইডলের সেটে দেখা গেছে।
এই সময় ঈশান ও তারা সেখানে উপস্থিত পাপারাজ্জিদের জন্য অনেক পোজ দিয়েছেন। ঈশানকে শার্ট-প্যান্টে দেখা গেছে, আর তারা পরেছিলেন বেইজ রঙের শাড়ি।
এখন ঈশান ও তারার এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। অনেকে তাদের বলিউডের নতুন জুটি বলছেন।
একজন ফ্যান লিখেছেন, 'ফেভারিট জুটি'। অন্য একজন লিখেছেন, 'এই জুটির কী নাম দেব।
আপনাদের জানিয়ে রাখি, তারা সুতারিয়া ও ঈশান খট্টরের নতুন গান 'প্যায়ার আতা হ্যায়' ৭ মার্চ মুক্তি পেয়েছে। এই গান রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই হিট হয়ে গেছে।
Sayanita Chakraborty