দ্য আর্চিস থেকে সালার- ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে একাধিক বিগ বাজেটের ছবি, দেখে নিন কী কী

গোটা ডিসেম্বর জুড়ে মুক্তি পেতে চলেছে একাধিক বিগ বাজেটের ছবি। রণবীর কাপুর থেকে প্রভাস- বক্স অফিসে আসছেন একাধিক তারকা। দেখে নিন কোন কোন ছবি মুক্তি পাবে।

Sayanita Chakraborty | Published : Nov 30, 2023 5:43 PM
17

অ্যানিমেল

১ ডিসেম্বর মুক্তি পাবে অ্যানিমেল। রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানাকে দেখা যাবে ছবির প্রধান চরিত্রে। এছাড়া, আছেন অনিল কাপুর। রণবীর কাপুরের বাবা চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাবা-ছেলের এক ভিন্ন কাহিনি নিয়ে আসছে অ্যানিমেল

27

শ্যাম বাহাদুর

শ্যাম বাহাদুর বায়োপিক এই ছবি মুক্তি পাবে ১ ডিসেম্বর। ছবির প্রধান চরিত্রে আছেন ভিকি কৌশল। ভারতীয় সেনার অন্দরমহলের কাহিনি নিয়ে আসছে স্যাম বাহাদুর।

37

জোরাম

৮ ডিসেম্বর মুক্তি পাবে জোরাম। জি স্টুডিও এবং মাখিজা ফিল্মের প্রযোজনায় আসছে ছবিটি। ছবির প্রধান চরিত্রে দেখা দেবেন মনোজ বাজপেয়ী। ছবিটি পরিচালনা করেছেন দেবাশিষ মাখিজা।

47

ফায়ার অফ লাভ রেড

ডিসেম্বরের ১৫ তারিখ আসছে ফায়ার অফ লাভ রেড। অশোক তেয়াগি পরিচালনা করছেন ছবিটি। ছবির প্রধান চরিত্রে কৃষ্ণা অভিষেক।

57

দ্য আর্চিস

দ্য আর্চিস মুক্তি ৭ ডিসেম্বর। এই ছবি দিয়ে ডেবিউ করবে একঝাঁক স্টার কিড। তালিকায় আছে সুহানা খান, খুশি কাপুর থেকে আগস্থা নন্দা। জোয়া আখতরের পরিচালনায় ডেবিউ করবে এই সকল তারকা।

67

কাদাক সিং

৮ ডিসেম্বর মুক্তি পাবে কাদাক সিং। পঙ্কজ ত্রিপাঠি ও জয়া এহেসানকে দেখা যাবে ছবির প্রধান চরিত্রে। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুক্তি পেল ট্রেলার। ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

77

সালার

২২ ডিসেম্বর মুক্তি পাবে সালার। প্রভাস অভিনীত এই ছবি বহুদিন ধরে খবরে। ৪০০ কোটি বাজেটের এই ছবি। এই দিনই মুক্তির কথা ছিল ডানকি। পরে যদিও ডানকি ছবির মুক্তির দিন পিছিয়ে যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos