রং দে বসন্তি (Rang De Basanti)
২০০৬ সালে মুক্তি পায় রং দে বসন্তি। যেখানে দেশ ভক্তির এক ভিন্ন রূপ প্রকাশ পায়। অমির খান, সিদ্ধার্থ, শরমন জোশী, কুনাল কাপুর, আর মাধবন, সোহা আলি খানকে দেখা গিয়েছিল প্রধান চরিত্রে।
দ্য গাজি অ্যাটাক (The Ghazi Attack)
১৯৭১ সালের ভারত পাকিস্তার যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে তৈরি দ্য গাজি অ্যাটাক। ছবিতে রানা দাগ্গুবতি, কে কে মেনন এবং অতুল কুলকার্নি অভিনয় করেন। ভারতীয় সাবমেরিন এস২১ এবং পাকিস্তানি সাবমেরিন জিএনএস গাজির মধ্যে নৌযুদ্ধের কাহিনি উঠে এসেছিল ছবিতে।