Independence Day 2025: রইল সেরা ১০ বলিউড ছবির কথা, যা চুপিসারে আজও সকলের মনে দেশপ্রেম জাগিয়ে তোলে

Published : Aug 07, 2025, 04:26 PM ISTUpdated : Aug 07, 2025, 04:27 PM IST

এই তালিকায় রয়েছে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা, বীরত্ব এবং দেশপ্রেমের গল্প। উরি, শেরশাহ, এবং বর্ডারের মতো ছবিগুলি আজও চুপিসারে আজও মনে দেশপ্রেম জাগিতে তোলে।

PREV
15

উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক (Uri- The Surgical Strike)

উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক মুক্তি পায় ২০১৯ সালে ছবিতে ভারতীয় সেনাবাহিনীর মেজার বিহান সিং শেরগিলের কাহিনি উঠে এসেছে। ২০১৯ সালে ১১ জানুয়ারি মুক্তি পা ছবিটি। ভিকি কৌশন, পরেশ রাওয়াল, মোহিত রায়না ও ইয়ামি গৌতম ছিল ছবিতে।

লগান (Lagaan)

২০০১ সালে মুক্তি পায় আমির অভিনীত লগান। আশুতোষ গোয়ারিকরের এই ছবি ব্যাপক সফল হয়েছিল। ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি এই ছবি। ব্রিটিশ সামরিক ক্যাপ্টের ঔদ্ধত্য কীভাবে ক্রিকেট মাঠে খর্ব হয় তা দেখা যায় ছবিতে।

25

শেরশাহ (Shershaah)

শেরশাহ হল ক্যাপ্টেন বিক্রম বত্রার বায়োপিক। তার লড়াই ফুটে উঠেছে ছবি। ছবির প্রধান চরিত্রে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ছবিতে ক্যাপ্টেন বিক্রম বত্রার জীবনের কাহিনি উঠে এসেছে।

সরফারোশ (Sarfarosh)

অ্যাকশন থ্রিলার এই সরফারোশ ছবি। এই ছবিতে সীমান্ত পারে সন্ত্রাসবাদ ও দেশকে রক্ষা করার কাহিনি ফুটে উঠেছে। ছবিতে একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন আমির খান।

35

চাক দে ইন্ডিয়া (Chak De India)

মহিলা হকি খেলোয়াড়দের নিয়ে তৈরি চাক দে ইন্ডিয়া। ২০০৭ সালে মুক্তি পায় ছবিটি। ছবির কোচের ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে।

বর্ডার (Border)

১৯৭১ সালের ভারত-পকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। সানি দেওল, জ্যাকি শ্রফ, আমিশা প্যাটেল, অক্ষয় খান্নার এই ছবি ব্যাপক হিট করেছিল।

45

গদর এক প্রেম কথা (Gadar ek prem katha)

দেশ প্রেমের আরও এক ছবি হল গদর এক প্রেম কথা। অ্যাকশন ধর্মী এই ছবিতে দেখা গিয়েছে সানি দেওল ও আমিশা প্যাটেলকে। গদর এক প্রেম কথা এই ছবির সাফল্যের ২০ বছর প্রকাশ পায় এই ছবির সিক্যোয়েল।

স্বদেশ (Swades)

নাসার এক বিজ্ঞানীর আত্মজীবনী নিয়ে তৈরি স্বদেশ। ছবিতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। ২০০৪ সালে মুক্তি পায় এই ছবি। আশুতোষ গোয়ারিকর দেশ ভক্তির এক ভিন্ন কাহিনি তুলে ধরেছেন ছবিতে

55

রং দে বসন্তি (Rang De Basanti)

২০০৬ সালে মুক্তি পায় রং দে বসন্তি। যেখানে দেশ ভক্তির এক ভিন্ন রূপ প্রকাশ পায়। অমির খান, সিদ্ধার্থ, শরমন জোশী, কুনাল কাপুর, আর মাধবন, সোহা আলি খানকে দেখা গিয়েছিল প্রধান চরিত্রে।

দ্য গাজি অ্যাটাক (The Ghazi Attack)

১৯৭১ সালের ভারত পাকিস্তার যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে তৈরি দ্য গাজি অ্যাটাক। ছবিতে রানা দাগ্গুবতি, কে কে মেনন এবং অতুল কুলকার্নি অভিনয় করেন। ভারতীয় সাবমেরিন এস২১ এবং পাকিস্তানি সাবমেরিন জিএনএস গাজির মধ্যে নৌযুদ্ধের কাহিনি উঠে এসেছিল ছবিতে।

Read more Photos on
click me!

Recommended Stories