চলতি বছরে বলিউডের সেরা ১০ সুন্দরী অভিনেত্রী কে জানেন, দেখে নিন চটজলদি

দীপিকা, ক্যাটরিনা, আলিয়া! বলিউডের সেরা সুন্দরী অভিনেত্রী কারা? জেনে নিন সেই অভিনেত্রীদের সম্পর্কে যারা তাদের অভিনয় আর সৌন্দর্য দিয়ে সকলের মন জয় করেছেন।

Sayanita Chakraborty | Published : Mar 22, 2025 3:00 PM
110
দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন তার অসাধারণ লুক এবং দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত। তিনি 'পদ্মাবত' ও 'চেন্নাই এক্সপ্রেস'-এর মতো অনেক হিট ছবিতে কাজ করেছেন।

210
ক্যাটরিনা কাইফ

'জিন্দেগি না মিলেগি দোবারা', 'এক থা টাইগার'-এর মতো সুপারহিট ছবিতে কাজ করে ক্যাটরিনা কাইফ সকলের মন জয় করেছেন।

310
আলিয়া ভাট

আলিয়া ভাট খুব অল্প সময়েই সকলের মন জয় করে নিয়েছেন। তার রূপের ছটায় মুগ্ধ অনেকেই।

410
জ্যাকলিন ফার্নান্ডেজ

শ্রীলঙ্কার বাসিন্দা জ্যাকলিন ফার্নান্ডেজ 'কিক' ও 'জুড়ুয়া ২'-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

510
কিয়ারা আডবানি

'কবির সিং' ও 'শেরশাহ'-তে অভিনয় করে কিয়ারা সকলের মনে জায়গা করে নিয়েছেন।

610
অনুষ্কা শর্মা

'পিকে' ও 'সুলতান'-এর মতো ছবিতে অভিনয় করে অনুষ্কা শর্মা সকলের মনে জায়গা করে নিয়েছেন।

710
শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর 'আশিকি ২' ও 'বাগী'-এর মতো ছবিতে অভিনয় করে সকলের মন জয় করেছেন।

810
তমন্না ভাটিয়া

তমন্না ভাটিয়া তাঁর অভিনয় এবং সৌন্দর্যের জন্য সকলের কাছে জনপ্রিয়।

910
হুমা কুরেশি

হুমা কুরেশি তাঁর সৌন্দর্য এবং শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত। তিনি 'গ্যাংস অফ ওয়াসিপুর'-এর মতো ছবিতে কাজ করেছেন।

1010
মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত 'দিল তো পাগল হ্যায়'-এর মতো ছবিতে কাজ করে বলিউডের আইকন হয়ে উঠেছেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos