OMG 2: প্রকাশ্যে এল ট্রেলার, ভক্তকে রক্ষা করতে দূত পাঠালেন ভগবান শিব

তিনি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা নন্দীকে আদেশ দেন, তাঁর ভক্ত কান্তি শরণ মুদগলেকে সাহায্য করতে দূত পাঠাতে।

প্রকাশ্যে এল ওএমজি ২ ছবির ট্রেলার। ৩ মিনিট কয়েক সেকেন্ডের ট্রেলার নজর কাড়ল সকলের। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, মহাশূন্যে রয়েছেন মহাদেব। তিনি পাহাড় চূড়ায় দাঁড়িয়ে থাকা নন্দীকে আদেশ দেন, তাঁর ভক্ত কান্তি শরণ মুদগলেকে সাহায্য করতে দূত পাঠাতে।

কান্তি শরণ মুদগলে শিবের ভক্ত। সে নিজের ছেলেকে নিয়ে পড়েছেন বিপদে। তাঁর ছেলে এমন কোনও কান্ড ঘটিয়েছে স্কুলে যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। সে এই কেস নিয়ে কোর্টে গিয়েছে। কোর্টে তাঁর সঙ্গে লড়াই করছেন ইয়ামি গৌতম। কান্তি শরণ মুদগলকে বিপদ থেকে রক্ষা করতে স্বর্গ থেকে এলেন শিবের দূত। সে কীভাবে ভক্তকে রক্ষা করবে তা নিয়ে ছবিটি। ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। তার আগে প্রকাশ্যে এল ছবির ট্রেলার। যা মুক্তি পেতেই হল ভাইরাল।

Latest Videos

OMG ছবি মুক্তির প্রায় ১১ বছর পর আসছে সিক্যুয়েল ছবি। OMG মুক্তি পেয়েছিল ২০১২ সালে। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। সেই সাফল্যের রেশ ধরে আসছে সিক্যুয়েল। OMG ছবিতে কৃষ্ণের অবতারে দেখা গিয়েছিল অক্ষয়কে। এবার তিনি দেখা দেবেন শিবের অবতারে। এটি নিয়ে দর্শকদের আশা রয়েছে তুঙ্গে।

 

এদিকে ‘এ’ সার্টিফিকেট নিয়ে মুক্তি পাবে ছবিটি। তবে, সূত্রের খবর, চলচ্চিত্রে কোনও কাট নেই, শুধুমাত্র কয়েকটি পরিবর্তন, যা নির্মাতারা সেন্সার বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন। যাই হোক, ফিল্মটিকে এখন একটি এ সার্টিফিকেট দেওয়া হয়েছে যা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের ছবিটি দেখার অনুমতি দিয়েছে।

সদ্য প্রকাশ্যে এল ছবির ট্রেলার। সাদামাটা ভাবে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এবার মুক্তির অপেক্ষায় ছবিটি। ১১ অগস্ট মুক্তি পাবে ছবিটি। ট্রেলার দেখার পর থেকে দর্শক মনে উন্মাদনা রয়েছে তুঙ্গে। এখম দেখার তে পূরণ হয় কি না।

তবে, এই ছবি ঘিরে হয়েছে বিস্তর জল্পনা। এক সময় ছবি মুক্তি স্থগিত হয়েছিল ছবির। যেহেতু ভগবান শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কের তাই নিয়ে শুরু হয়েছে সমস্যা। অনেকেরই আন্দাজ ছবিটি হিন্দু ভাবাবেগকে আঘাত করতে পারে। সে কারণে প্রথমে সেন্সর বোর্ড ছাড়পত্র দেয়নি ‘OMG 2’ ছবিটি।  পরে বাদ দিয়েছে ২৬টি দৃশ্য। ছবির। দীর্ঘ বিতর্কের পর মুক্তির ছাড়পত্র পেল ছবিটি। আপাতত ১১ আগস্ট মুক্তি পাব ছবিটি।

 

আরও পড়ুন

Sid-Kiara: ভাইরাল কিয়ারা ও সিদ্ধার্থের সমুদ্র স্নানের ছবি, রইল নায়িকার Birthday Celebration-র ঝলক

সুশান্ত থেকে জিয়া খান- আত্মহত্যা করেছেন একাধিক বলিউড তারকা, দেখে নিন তালিকায় কে কে আছেন

Hrithik Roshan: একান্তে সময় কাটাচ্ছেন আর্জেন্টিনায়, সোশ্যাল মিডিয়ায় গোপন ছবি পোস্ট করলেন হৃতিক

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury