Bollywood News: প্রভাসের সঙ্গে সিনেমা করতে নারাজ দীপিকা, ‘স্পিরিট’-এর নতুন নায়িকা কে হলেন? দেখুন এক ঝলকে

Published : May 25, 2025, 12:13 PM IST

Spirit Update News: প্রভাসের সঙ্গে কাজে আপত্তি!  বাহুবলির এই অভিনেতার সঙ্গে সিনেমায় অভিনয় নাকচ করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্ত কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। 

PREV
110
প্রভাসের সঙ্গে কাজে আপত্তি

‘অ্যানিম্যাল' ছবির সাফল্যের পর, সন্দীপ রেড্ডি এখন প্রভাসের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘স্পিরিট’-এর কাজ করছেন। এই ছবিতে প্রথমে, দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় ছিলেন। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সুত্রে খবর, এই ছবিতে কাজ করছেন না দীপিকা। 

210
প্রভাসের সিনেমা থেকে বাদ দীপিকা

সূত্রের খবর, প্রভাসের 'স্পিরিট' থেকে এখন দীপিকা পাড়ুকোনকে বাদ দেওয়া হয়েছে। 'অপেশাদার দাবি'র কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকা। 

310
দীপিকার বদলে অন্য নায়িকা

সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন প্রোজেক্ট ‘স্পিরিট’। ছবিতে নায়কের ভূমিকায় রয়েছে বাহুবলী প্রভাস। জানা গিয়েছে, সন্দীপ রেড্ডির এই  ছবিতে এখন দীপিকা পাড়ুকোনের জায়গায় তৃপ্তি ডিমরিকে নেওয়া হয়েছে। এর আগে দুজনে 'অ্যানিমেল' ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

410
মুখ্য ভূমিকায় তৃপ্তি ডিমরি

'স্পিরিট'-এ মুখ্য ভূমিকায় থাকবেন ডিমরি। শনিবার, সন্দীপ রেড্ডি নিজের  এক্স- হ্যান্ডেলে এই বিষয়ে ঘোষণা করেছেন যে, 'স্পিরিট'-এ তৃপ্তি ডিমরি মুখ্য ভূমিকায় থাকবেন।

510
তৃপ্তি ডিমরির ইনস্টাগ্রাম পোস্ট

তৃপ্তি ডিমরি ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে লিখেছেন, "এখনও বিশ্বাস করতে পারছি না.. এই যাত্রায় আমাকে বিশ্বাস করার জন্য অনেক কৃতজ্ঞ।"

610
নায়িকার দাবি মানলে নারাজ নির্মাতারা

সুত্রের খবর, এই ছবিতে অভিনয়ের জন্য নায়িকা হিসেবে দীপিকা যে সমস্ত দাবিদাওয়া জানিয়েছেন তা মানতে নারাজ ছবির নির্মাতারা। ফলে স্বাভাবিক ভাবেই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাঁকে। 

710
প্রথমবার অনস্ক্রিনে প্রভাস-তৃপ্তি

'স্পিরিট'-এ প্রভাস এবং তৃপ্তি ডিমরি প্রথমবারের মতো একসঙ্গে অনস্ক্রিনে দেখা যাবে। স্বাভাবিক ভাবেই এই ছবি নিয়ে উন্মাদনায় ভাসছে ফ্যানেরা। 

810
দীপিকার দাবি কী ছিল?

সূত্র মারফত খবরে জানা গিয়েছে, প্রভাসের সঙ্গে 'স্পিরিট'-সিনেমায় অভিনয় করার জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। যা দিতে রাজি হননি সিনেমা নির্মাতারা। ফলে স্বাভাবিক ভাবেই ছবির কাজ থেকে সরে দাঁড়ান দীপিকা। 

910
তৃপ্তির এন্ট্রি

দীপিকা ‘না’ করতেই কপাল খুলে গিয়েছে অভিনেত্রী তৃপ্তি ডিমরির। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী লিখেছেন, ‘’এতবড় অফার পেয়ে আমি সম্মানিত''। 

1010
বারবার পিছিয়ে যাচ্ছিল ছবির পরিকল্পনা

জানা গিয়েছে, দীপিকার একাধিক দাবিদাওয়া থাকায় এবং অন্য়ান্য কারণে বারবার পিছিয়ে যাচ্ছিল ছবির কাজ। তবে ফের খুব শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সন্দীপ। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

Read more Photos on
click me!

Recommended Stories